আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সংকটের সমাধানে নতুন প্ল্যান নিয়ে নেমেছে আমেরিকা। ‘প্ল্যান বি’ নামে খ্যাত সেই পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এতে হতবুদ্ধি হয়ে পড়েছে রাশিয়া। ওই প্ল্যান প্রত্যাখ্যানও করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। কি সেই 'প্ল্যান বি'?
মঙ্গলবার কেরি বলেছেন, সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর ও রাজনৈতিক সমাধান না হলে আমেরিকার সামনে সামরিক হামলার পথ খোলা রাখা হয়েছে। একে তিনি ‘প্ল্যান বি’ বলে অভিহিত করেছেন।
কেরির এই পরিকল্পনা রুশ পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার নাকচ করে দিয়েছেন। রাশিয়ার অন্যান্য কর্মকর্তারাও এ ধরনের পরিকল্পনার অস্তিত্ব থাকার অস্বীকার করেছেন। তারা বলছেন, সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে মতৈক্য হয়েছে যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে আনিুষ্ঠানিকতা পাবে।
এ সম্পর্কে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, আমেরিকাসহ পশ্চিমা বন্ধুদের কথিত ‘প্ল্যান বি’র কথা শুনে আমরা হতবুদ্ধি হয়ে পড়েছি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী দিমিত্রি পুশকভও ‘প্ল্যান বি’র ধারণা নাকচ করেছেন। তিনি বলেছেন, মস্কোর কাছে এ মুহূর্তে যুদ্ধবিরতটাই গুরুত্বপূর্ণ; অন্যকিছু নয়।
২৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস