শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১১:৫৩:০৫

দুই প্রেমিকাকে বিয়ে করে হৈচৈ ফেলে দিলেন যুবক!

দুই প্রেমিকাকে বিয়ে করে হৈচৈ ফেলে দিলেন যুবক!

আন্তর্জাতিক ডেস্ক : দুই নারীকে ভালোবাসতেন ভারতের তেলেঙ্গানার এক যুবক। পরে একই মণ্ডপে দুই প্রেমিকাকে বিয়ে করে হৈচৈ ফেলে দিয়েছেন সূর্যদেব নামের ওই যুবক। তিনি তেলেঙ্গানা রাজ্যের কোমরম ভীম আসিফবাদ জেলার বাসিন্দা। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, লাল দেবী ও জালকারি দেবী নামে দুই নারীকে ভালোবাসতেন সূর্যদেব।

বিষয়টি এলাকার বয়োজ্যেষ্ঠরা ভালোভাবে না নিলেও লাল দেবী ও জালকারি দেবী মেনে নেন। তারা তিনজন বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। স্থানীয়রা প্রথমে না মানলেও পরে বিষয়টি মেনে নেন। তারপর জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করেন সূর্যদেব।

 বিয়ের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুই প্রেমিকার হাত ধরে সাত পাকে বাধা পড়ছেন সূর্যদেব। পেছনে বাজছে বিয়ের বাদ্য। দুই প্রেমিকার ছবিসহ নিমন্ত্রণ পত্রও ছাপিয়েছিলেন তিনি। হিন্দুধর্মে বহুবিবাহ নিষিদ্ধ হলেও এটিই প্রথম ঘটনা নয়।

এর আগে ২০২১ সালে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায় একই মণ্ডপে দুই নারীকে বিয়ে করেন এক যুবক। তিন পরিবারের সম্মতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। ২০২২ সালে ঝাড়খণ্ডে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করেন এক যুবক। 

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি রোধে জাপান একটি নতুন প্রযুক্তি চালু করেছে। দেশটির একটি কোম্পানি, এয়ার দানশিন, এমন “ভাসমান” বাড়ি তৈরি করেছে যা কমপ্রেসড এয়ার প্রযুক্তি ব্যবহার করে ভূমিকম্পের সময় বাড়িটিকে মাটি থেকে উপরে তুলে রাখে।

এ প্রযুক্তির মাধ্যমে, সাধারণ অবস্থায় বাড়িটি একটি ফাঁপা এয়ারব্যাগের ওপর দাঁড়িয়ে থাকে। তবে যখন ভূমিকম্পের শক ওয়েভ শনাক্ত করা হয়, তখন সিস্টেমটি দ্রুত এয়ারব্যাগটি ফুলিয়ে বাড়িটিকে মাটি থেকে উপরে তুলে নেয়, যাতে বাড়িটি কাঁপুনি থেকে প্রভাবিত না হয়। ভূমিকম্প থেমে গেলে, বাড়িটি আবার নিরাপদে মাটিতে ফিরে আসে।

এই উদ্ভাবন ইতিমধ্যে কার্যকর প্রমাণিত হয়েছে। ২০২১ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে এই প্রযুক্তি ব্যবহৃত বাড়িগুলি অক্ষত ছিল। জাপান ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য সিসমোমিটারও ব্যবহার করে, যা ভূমিকম্পের প্রস্তুতি এবং প্রতিক্রিয়া ব্যবস্থাকে আরও উন্নত করে।

এটি ভূমিকম্পপ্রবণ এলাকায় বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন হিসেবে গণ্য হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে