শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৪৬:৪৫

‘জ্বালাময়ী’ ভাষণের পর ‘মিথ্যাবাদী’ তকমা পেলেন স্মৃতি!

‘জ্বালাময়ী’ ভাষণের পর ‘মিথ্যাবাদী’ তকমা পেলেন স্মৃতি!

আন্তর্জাতিক ডেস্ক : সংসদে ‘জ্বালাময়ী’ ভাষণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধাবাদ জানিয়েছিলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানিকে। ঠিক তার পরেই সাংবাদিক সম্মলেন করে সেই স্মৃতিকেই ‘মিথ্যেবাদী’ তকমা দিল রোহিতের পরিবার। রোহিতের মা রাধিকা ভেমুলা দাবি করেন, সংসদে দাঁড়িয়ে স্মৃতি ইরানি মিথ্যা কথা বলেছেন।

প্রসঙ্গত সংসদে প্রশ্নোত্তর পর্বে জেএনইউ এবং হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যাকে কেন্দ্র করে বিস্তর বাগবিতন্ডা হয়। আত্মপক্ষ সমর্থনে স্মৃতি ইরানি বলেন, রোহিতের মৃত্যুকে ঘিরে রাজনীতি করছে বিরোধীরা।

তিনি দাবি করেন, রোহিতের মৃত্যুর পর তাঁর মৃতদেহ নিয়ে জলঘোলা হয়। শুধু তাই নয়, তাঁর মৃতদেহ ভোরবেলা অবধি আটকে রাখা হয় এবং কোনও চিকিৎসকও সেখানে উপস্থিত ছিলেন না বলে দাবি করেন মন্ত্রী। এই কথাকেই মিথ্যা আখ্যা দিয়েছে রোহিতের পরিবার।

প্রসঙ্গত ১৭ জানুয়ারি হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র রোহিত ভেমুলা হোস্টেল রুমে আত্মহত্যা করে। এক এবিভিপি ছাত্রকে হেনস্থা করার অভিযোগে রোহিত-সহ চার ছাত্রকে ক্যাম্পাস চত্বরে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজেপি মন্ত্রী বন্দারু দত্তাত্রেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই ছাত্রদের বিরুদ্ধে একাধিকবার কড়া পদক্ষেপ নিতে বলেন। আর সেই ভিত্তিতেই বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রোহিতদের।

রোহিতের মা আরও জানান, আত্মহত্যার আগে রোহিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নোটিশ পাঠিয়েছিলেন এই যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে জানিয়ে। নোটিশে তাঁকে বিষ দেওয়ার অনুরোধ করেছিলেন রোহিত, এমন দাবিও করেন তাঁর মা। কিন্তু সেই নোটিশ প্রকাশ্যে আনা হচ্ছে না বলে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।
২৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে