আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক থেকে স্মার্টফোন এবং কম্পিউটার বাদ দেয়ার পর স্বর্ণের দাম রেকর্ড উচ্চতা থেকে নেমেছে। তবে শুল্ক পরিকল্পনার অনিশ্চয়তা এখনও প্রতি আউন্সের দাম ৩ হাজার ২০০ ডলারের উপরে রেখেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৪ এপ্রিল) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২২২ দশমিক ৪৯ ডলারে। সেশনের শুরুতে যা রেকর্ড ৩ হাজার ২৪৫ দশমিক ৪২ ডলারে পৌঁছেছিল।
আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ২ শতাংশ কমে ৩ হাজার ২৩৮ দশমিক ৫০ ডলারে বেচাকেনা হচ্ছে।
মার্কেটপালস বাই ওএএনডিএর বিশ্লেষক জেইন ভাওদা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ইলেকট্রনিক্স এবং স্মার্টফোনগুলোকে মার্কিন শুল্ক থেকে বাদ দেয়ার পর আজ সকালে বাজারের মনোভাব কিছুটা উন্নত হয়েছে। এর ফলে স্বর্ণের দাম আংশিকভাবে কমেছে, সম্ভবত মুনাফা গ্রহণের কারণে।’
তবে ঐতিহ্যগতভাবে স্বর্ণকে ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে একটি প্রতিরক্ষা হিসেবে দেখা হয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মার্কিন-চীন চুক্তি শিগগিরই অসম্ভব বলে মনে হচ্ছে এবং বিশ্বব্যাপী বাণিজ্য শুল্ক চ্যালেঞ্জ তৈরি করছে। যা স্বর্ণের মতো নিরাপদ আশ্রয়স্থল সম্পদের চাহিদা শক্তিশালী রাখছে। উপরন্তু, দুর্বল মার্কিন ডলার স্বর্ণের আকর্ষণকে আরও সমর্থন দিচ্ছে।’
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘মার্কিন ডলারের নমনীয়তা স্বর্ণের দাম বৃদ্ধিতে সহায়তা করছে, কিন্তু প্রযুক্তি পণ্যের শুল্ক ছাড়ের খবর ঝুঁকি বাড়ানোর প্রবণতা কমিয়েছে এবং নিরাপদ আশ্রয়স্থলের চাহিদা হ্রাস করেছে।’