রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১২:৪৩:১৮

চীনে এবার যে সুযোগ পাবেন বাংলাদেশিরা, জানুন সুখবরটি

চীনে এবার যে সুযোগ পাবেন বাংলাদেশিরা, জানুন সুখবরটি

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবছর উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থী দেশের বাইরে যান। অনেকের পছন্দের তালিকায় আছে চীন। দেশটি বিভিন্ন স্কলারশিপ দেয়। বর্তমানে চীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপ দিচ্ছে। 

২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রেসিডেনশিয়াল স্কলারশিপের জন্য আবেদনপ্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ–সুবিধা : স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য বৃত্তির ক্ষেত্রে সুযোগ সুবিধা আলাদা। এর মধ্যে ইংরেজি ভাষায় স্নাতক প্রোগ্রামের জন্য শিক্ষার্থীদের প্রথম বছর ১০ হাজার ইউয়ান দেওয়া হবে।

পড়াশোনার বিষয় : প্রকৌশল, বিমা, আর্থিক ব্যবস্থাপনা, অর্থনীতি, হিসাবরক্ষণ, পরিসংখ্যান, অটোমেশন, বাণিজ্য, ব্যবসা, বিপণন, মানবসম্পদ, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

প্রয়োজনীয় নথিপত্র

১. বৈধ পাসপোর্টের কপি
২. সর্বশেষ ডিগ্রির ট্রান্সক্রিপ্ট
৩. ডিগ্রির সার্টিফিকেট
৪. ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট
৫. পারিবারিক আর্থিক বিবরণী
৬. গবেষণা প্রস্তাব (মাস্টার্স এবং পিএইচডি)
৭. দুটি সুপারিশপত্র (স্নাতকোত্তর ও পিএইচডির জন্য)

বয়সসীমা

স্নাতক ডিগ্রির জন্য আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের বয়স ২৫ বছরের কম হতে হবে
স্নাতকোত্তরের ৩০ বছরের কম পিএইচডির জন্য ৪০ বছরের কম বয়সী শিক্ষার্থী হতে হবে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ১৪ জুলাই, ২০২৫

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে