আন্তর্জাতিক ডেস্ক : দায়িত্ববোধ বোধহয় বয়সের হিসেবে বোঝেনা। যদি বয়সের হিসেবেই আসত তাহলে ১০ বছরের এই ছোট্ট মেয়েটি হয়তো তার নিজের জীবনের কথাই ভাবত৷ কিন্তু বাস্তবটা এমন হয়ে হয়েছে তার উল্টো। নিজের ছোট দুই বোনকে বাঁচাতে গিয়ে নিজেই গাড়ির চাকার নিচে পিষে গেল৷ এবং ঘটনাস্থলেই মৃত্যু হল তার। কিন্তু প্রাণে বেঁচে গেল তার ছোট্ট দুই বোন৷ তাদের একজনের বয়স এক বছর আর অন্যজন দুই৷
ক্যালিফোর্নিয়ার কিরা লারসেন আর তার দুই বোন রাস্তায় খেলছিল৷ তখনই দ্রুত গতিতে ছুটে আসছিল সাদা এসইউভি গাড়ি৷ দুই বোনকে গাড়ির সামনাসামনি খেলতে দেখে দ্রুত ছুটে যান সে। অবশেষে দুই বোনকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে পেরেছেন৷ কিন্তু তাদেরকে সরিয়ে দিলেও নিজে পিষে যায় গাড়ির নিচে৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও, শেষরক্ষা হয়নি৷ প্রাণে বাঁচেনি সেই বড় বোন কিরা।
যাওয়ার আগে নিজের দুই বোনকে নতুন জীবন দিয়ে গিয়েছে কিরা৷ কিন্তু ঘটনার সাত দিন পরেও সেই সাদা এসইউভির খোঁজ পায়নি পুলিশ৷ জানা যায়, পুলিশের পক্ষ থেকে এখনো খোঁজ চালানো হচ্ছে সেই গাড়িটির।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই