শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:১৫:০৬

ভয়ঙ্কর হুমকিতে জাপান!

ভয়ঙ্কর হুমকিতে জাপান!

আন্তর্জাতিক ডেস্ক : গত পাঁচ বছরে জাপানের জনসংখ্যা কমে গেছে দশ লাখ। ১৯২০ সালের পর এই প্রথম জাপানের জনসংখ্যা কমলো। গত অক্টোবরের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জাপানের জনসংখ্যা এখন ১২ কোটি ৭০ লাখ। এর আগের আদমশুমারির তুলনায় এটি দশমিক সাত শতাংশ কম। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

জনসংখ্যা বিশেষজ্ঞরা বহুদিন ধরেই আশংকা প্রকাশ করছিলেন যে জাপানের জনসংখ্যা কমবে। এর কারণ জাপানের জন্মহার অনেক নিচে নেমে গিয়েছে। এছাড়া জাপানে অভিবাসনের হারও খুবই কম।

বিশেষজ্ঞরা বলছেন, সামনের বছরগুলোতে জাপানে জনসংখ্যা আরও কমবে। সেই সঙ্গে বাড়বে প্রবীন মানুষের সংখ্যাও।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০৬০ সাল পর্যন্ত জাপানের মোট জনসংখ্যার চল্লিশ শতাংশই হবে ৬৫ বছর বা তার থেকেও বেশি বয়সী।

জনসংখ্যা বাড়াতে জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে নানা রকম কর্মসূচী নিয়েছেন। জাপানের এক একজন নারী পিছু জন্মহার এক দশমিক চার থেকে এক দশমিক আটে উন্নীত করতে চায় সে দেশের সরকার।

উন্নত দেশগুলোতে জনসংখ্যা স্থিতিশীল রাখতে হলে অন্তত দুই দশমিক এক জন্মহার প্রয়োজন হয়। জাপানের বর্তমান জন্মহার সেই হার থেকে অনেক নিচে।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে