শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:০১:১২

আমেরিকার ভয়, রাশিয়ার সঙ্গে পারব না

আমেরিকার ভয়, রাশিয়ার সঙ্গে পারব না

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো যুদ্ধে রাশিয়ার সঙ্গে পারবে না। আমেরিকা ভিত্তিক প্রভাবশালী থিং ট্যাংক 'আটলান্টিক কাউন্সিল' এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যখন মস্কোর টানাপড়েন তুঙ্গে তখন এ তথ্য প্রকাশ করল আটলান্টিক কাউন্সিল। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

ন্যাটোর গুরুত্বপূর্ণ দেশগুলোর অব্যাহত তহবিল ঘাটতি এবং প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জামের অভাবসহ নানা দৈন্যদশাকে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধে না পারার প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উদাহরণ হিসেবে প্রতিবেদনে জার্মানির কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, জার্মানির ৩১টি টাইগার হেলিকপ্টার বহরের মধ্যে কার্যকর অবস্থায় রয়েছে মাত্র ১০টি। অন্যদিকে ৪০৬টি মারডার সাঁজোয়া গাড়ির মধ্যে চালু অবস্থায় আছে মাত্র ২৮০টি।

প্রতিবেদন তৈরিতে জড়িত ছিলেন ব্রিটিশ পদস্থ সেনা কর্মকর্তা রিচার্ড শেরিফ। তিনি ব্রিটিশ সেনাবাহিনীর শোচনীয় অবস্থাও তুলে ধরেছেন। তিনি বলেন, ইউরোপে মোতায়েনের জন্য ডিভিশন দূরের কথা একটি ব্রিগেড তৈরি করতেই হিমশিম খাবে লন্ডন। গত বছর ইউরোপে মহড়ার সময় কানাডার কাছ থেকে ধার করা ট্যাংক মোতায়েনে বাধ্য হয়েছিল ব্রিটেন।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে