আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে স্কুল ছাত্র-ছাত্রীদের তাদের স্কুল পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করতে হবে। সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয় বলছে, শৈশব থেকেই ছেলে-মেয়েরা যাতে দায়িত্বশীলতার বোধ নিয়ে বেড়ে উঠে সেজন্যেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। সিঙ্গাপুরের দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকার বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
স্কুল ছাত্র-ছাত্রীদেরকে তাদের স্কুলের ক্লাশরুম, করিডোর, ক্যান্টিন পরিস্কার করতে হবে। তবে টয়লেট পরিস্কারের দায়িত্ব থাকবে পেশাদার পরিচ্ছন্নতাকর্মীদের হাতে।
ছেলে-মেয়েরা কখন এই দায়িত্ব পালন করবে সেটা ঠিক করবে স্কুল কর্তৃপক্ষই। এ বছরের শেষের দিকে সরকারের এই নতুন নীতি কার্যকর হবে।
উল্লেখ্য এশিয়ার আরেকটি দেশ জাপানে এই নিয়ম চালু রয়েছে বহু বছর ধরে। জাপানে ছেলে-মেয়েদের স্কুল ক্যান্টিনে সহপাঠীদের লাঞ্চ পরিবেশনের দায়িত্বও পালন করতে হয়।
২৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই