শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০৬:০৫

ভারতের আবেদন রাখলেন না ওবামা

ভারতের আবেদন রাখলেন না ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : বারবার ভারতের আবেদন সত্ত্বেও পাকিস্তানের হাতে F16 তুলে দেয়ার সিদ্ধান্তে অটল মার্কিন প্রশাসন।  আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হেলেনা ডব্লু হোয়াইট বলেন, পাকিস্তানের সন্ত্রাস দমনের প্রক্রিয়াকে আমরা সমর্থন জানাই।  এ অভিযানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই ফাইটার জেট।

ওবামা প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাক দূতাবাস।  গত ১২ ফেব্রুয়ারি আমেরিকা ঘোষণা করে যে, পাকিস্তানকে ১২টি  F16 ফাইটার জেট দেয়া হবে।  সঙ্গে দেয়া হবে র‍্যাডার ও অন্যান্য আনুসঙ্গিক।

৬৯৯ মিলিয়ন ডলারে এই চুক্তি হয়েছে।  ভারত ও কয়েকজন মার্কিন সাংসদ আমেরিকার এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে।  তাদের দাবি এই ফাইটার জেটগুলো আদতে সন্ত্রাস দমনে ব্যবহার করা হবে না।

ব্যবহার করা হবে ভারতের বিরুদ্ধে।  ১২ মার্চ মার্কিন সেনেটে এ সিদ্ধান্ত অনুমোদন পাওয়ার কথা।
২৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে