আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ পাকিস্তানের এমন সিদ্ধান্তে বড় বেকায়দায় ভারত! ভারতীয় এয়ারলাইনগুলোকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না ইসলামাবাদ।
এই সিদ্ধান্তের ফলে নয়াদিল্লি ও উত্তর ভারতের বিভিন্ন শহর থেকে উড্ডয়ন করা আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। কোনো কোনো বিকল্প পথে দেড় ঘণ্টা পর্যন্ত বেশি সময় লেগে যাচ্ছে। এতে জ্বালানি বেশি খরচ হচ্ছে।
খরচও বৃদ্ধি পাচ্ছে কম্পানিগুলোর। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা পিটিআইয়ের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, উত্তর ভারতের শহরগুলো থেকে ওড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভারতীয় এয়ারলাইনগুলোর প্রায় ৭৭ কোটি রুপি সাপ্তাহিক খরচ বৃদ্ধি পেতে পারে। মাসের হিসাবে প্রায় ৩০৬ কোটি রুপি ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পরবর্তী সময়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভারতের হামলার দায় দিয়েছে পাকিস্তানকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে দেশটির। উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশই একে অন্যের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
তার মধ্যে অন্যতম হলো ভারতীয় এয়ারলাইনগুলোকে নিজেদের আকাশসীমায় প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর ফলে নয়াদিল্লি ও উত্তর ভারতের শহরগুলো থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে বিকল্প পথে যাতায়াত করতে হবে।
বাণিজ্যিক ফ্লাইট পরিষেবার সঙ্গে যুক্ত এক উচ্চপদস্থ কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, উত্তর আমেরিকা যাওয়ার বিমানে সাধারণত ১৬ ঘণ্টা সময় লাগত। সে ক্ষেত্রে বিকল্প পথে যাতায়াতে আরো দেড় ঘণ্টা বেশি সময় লাগবে। এই অতিরিক্ত দেড় ঘণ্টা সময়ের জন্য প্রায় ২৯ লাখ রুপি খরচ হবে।
একইভাবে ইউরোপ যাওয়ার যে বিমানে আগে ৯ ঘণ্টা সময় লাগত, সেই যাত্রাপথেও প্রায় দেড় ঘণ্টা বেশি সময় লাগবে। এর জন্য প্রায় সাড়ে ২২ লাখ রুপি বেশি খরচ হতে পারে এয়ারলাইনগুলোর। আবার পশ্চিম এশিয়ার দেশগুলোতে যাতায়াতের বিমানে প্রায় ৪৫ মিনিট বেশি সময় লাগবে। এর জন্য অতিরিক্ত খরচ হবে প্রায় পাঁচ লাখ রুপি।
পিটিআই অনুসারে, উত্তর ভারতের শহরগুলো থেকে প্রতি সপ্তাহে আট শতাধিক ফ্লাইট উত্তর আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, পশ্চিম এশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াত করে।
মাসের হিসাবে ফ্লাইটের সংখ্যাটি তিন হাজার ১০০-এর সামান্য বেশি। এর মধ্যে প্রায় এক হাজার ৯০০টি ফ্লাইট পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যাতায়াত করে। ৪৫ মিনিট অতিরিক্ত সময়ের পাঁচ লাখ রুপির হিসাবে পশ্চিম এশিয়ায় যাতায়াত করা ভারতীয় এয়ারলাইনগুলোর মোট খরচ হবে ৯০ কোটি রুপি। যদিও এই অতিরিক্ত খরচের হিসাব চূড়ান্ত নয়। অতিরিক্ত জ্বালানি খরচ ও অতিরিক্ত সময়ের ভিত্তিতে এটি একটি আনুমানিক হিসাবের বিশ্লেষণ।-এএফপিা