রবিবার, ০৪ মে, ২০২৫, ১০:৩৮:২৫

বিমানে ঘটলো এক অনভিপ্রেত ঘটনা

বিমানে ঘটলো এক অনভিপ্রেত ঘটনা

এমটিনিউজ২৪ ডেস্ক : এয়ার হোস্টেসকে শ্লী'ল'তাহানির অভিযোগে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের দিল্লি থেকে মহারাষ্ট্রের শিরডির উদ্দেশে যাওয়া ইন্ডিগোর একটি বিমানে শুক্রবার এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

অভিযোগ, বিমানে থাকা এক যাত্রী এয়ার হোস্টেসের শরীর স্পর্শ করেন। বারবার নিষেধ করা সত্ত্বেও মানেননি ওই যাত্রী। তখন বিষয়টি অন্য সহকর্মীদের জানান তিনি।

এরপর বিমানটি শিরডির বিমানবন্দরে নামার পরই অভিযুক্তকে আটক করেন নিরাপত্তাকর্মীরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিমানবন্দর থেকে ওই যাত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ মেডিক্যাল পরীক্ষা করার পর দেখে, ওই যাত্রী ম'দ্য'প অবস্থায় ছিলেন।
বিমান সংস্থার পক্ষ জানানো হয়, গত ২ মে শিরডিগামী ৬ই ৬৪০৪ বিমানে এক অনভিপ্রেত ঘটনা ঘটে। বিষয়টি নজরে আসার পরই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য দেখা যেমন তাদের কর্তব্য, তেমনি কর্মীদের সুরক্ষা বিষয়টিও প্রাধান্য পায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে