রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫২:৫৫

কিমের ক্ষেপণাস্ত্রে আলু ভর্তা হবে শত্রুর ট্যাংক

কিমের ক্ষেপণাস্ত্রে আলু ভর্তা হবে শত্রুর ট্যাংক

আন্তর্জাতিক ডেস্ক : নতুন এক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে কমিউনিস্ট শাসিত উত্তর কোরিয়া। শুধু তাই নয়, এর সফল পরীক্ষাও চালিয়েছে দেশটির। পিয়ংইয়ং-এর দাবি, এই ক্ষেপণাস্ত্রের আঘাতে শত্রুর ট্যাংককে ‘সেদ্ধ কুমড়োয়’ পরিণত করা যাবে।

দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ শনিবার জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি লেজার-নিয়ন্ত্রিত। তাদের নেতা কিম জং-উন নিজে এই রকেট পরীক্ষা পরিদর্শন করেছেন।

খবরে বলা হয়েছে, রকেটটি একই ধরনের অন্যান্য রকেটের তুলনায় সবচেয়ে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এ ছাড়া, এটি স্নাইপার রাইফেলের মতো নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে পারবে। ভ্রাম্যমান লাঞ্চারের সাহায্যে রকেটটি নিক্ষেপ করা যায় বলে খবরে উল্লেখ করা হয়েছে।

কেসিএনএ জানিয়েছে, শত্রুর বিশেষ সাঁজোয়া যান ও সর্বাধুনিক ট্যাংকও এই ট্যাংক বিধ্বংসী গাইডেড অস্ত্রের হামলায় ‘সেদ্ধ কুমড়ো’য় পরিণত হবে। এ বিষয়টি দেখে নেতা কিম জং-উন সন্তোষ প্রকাশ করেছেন। সেইসঙ্গে তিনি অবিলম্বে এই রকেটের গণ-উৎপাদন শুরু করার পাশাপাশি ফ্রন্টলাইন ইউনিটগুলোতে এগুলো মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।

আমেরিকা ও তার আঞ্চলিক মিত্ররা উত্তর কোরিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায় বলে পিয়ংইয়ং অভিযোগ করছে। দেশটি বলেছে, ওয়াশিংটন যতদিন তার বিদ্বেষী নীতি পরিহার না করবে ততদিন উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র-সক্ষমতা হাতছাড়া করবে না।
২৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে