মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ১২:১৩:৫৩

এবার বিশ্ববাজারে হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার!

এবার বিশ্ববাজারে হঠাৎ পাল্টে গেল স্বর্ণের বাজার!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম। ঊর্ধ্বমুখী প্রবণতায় মূল্যবান এই ধাতুটির দাম গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৬ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮০ দশমিক ৯২ ডলারে। যা গত ২২ এপ্রিলের পর সর্বোচ্চ। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৮৯ দশমিক ৯০ ডলারে লেনদেন হচ্ছে।

 মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ পরিকল্পনা ঘিরে বাজারে অনিশ্চয়তা দেখা দেয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা ফের বেড়েছে। একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন নীতিনির্ধারণী বৈঠকের দিকেও বিনিয়োগকারীরা তাকিয়ে আছেন, কারণ সেই সিদ্ধান্ত ভবিষ্যতের সুদের হার ও বাজার প্রবণতার ওপর বড় প্রভাব ফেলতে পারে।

এর আগে গত ৪ মে ট্রাম্প বিদেশে নির্মিত চলচ্চিত্রের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যদিও এর বিস্তারিত এখনও স্পষ্ট নয়। সোমবার (৫ মে) তিনি জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে ওষুধ শিল্পের ওপরও শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে।

আইজি মার্কেটসের কৌশলবিদ ইয়েপ জুন রং রয়টার্সকে বলেন, ‘এই সপ্তাহের শুরুতে সোনার দামে শক্তিশালী ঊর্ধ্বগতি দেখা যাবে, কারণ ট্রাম্পের শুল্ক আরোপের নতুন পরিকল্পনার কারণে বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিওর ঝুঁকি কমাতে আবারও স্বর্ণের দিকে ঝুঁকবেন।’

এদিকে, সম্প্রতি বিশ্বখ্যাত মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মরগান পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের মধ্যেই স্বর্ণের দাম ছাড়িয়ে যেতে পারে আউন্সপ্রতি ৪ হাজার ডলার।

জেপি মরগানের বিশ্লেষণে বলা হয়েছে, চলতি বছর প্রতি প্রান্তিকে গড় স্বর্ণ চাহিদা থাকতে পারে প্রায় ৭১০ টন, যা দামের উর্ধ্বমুখী ধারা বজায় রাখতে সহায়ক। ২০২৫ সালের শেষ নাগাদ স্বর্ণের গড় দাম হতে পারে ৩ হাজার ৬৭৫ ডলার। তবে বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে ৪ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে আরও আগেই।

বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস সম্প্রতি পূর্বাভাস দিয়েছে, এভাবে চলতে থাকলে চলতি বছরের শেষ দিকে স্বর্ণের দাম ৩ হাজার ৭০০ ডলার পর্যন্ত উঠতে পারে। একইসঙ্গে এই প্রতিষ্ঠান বলেছে, স্বর্ণ এখন শুধু নিরাপদ নয়, বরং লাভজনক বিনিয়োগ হিসেবেও বিবেচিত হচ্ছে।

আর বিলিয়নিয়ার বিনিয়োগকারী জন পলসন ভবিষ্যদ্বাণী করেছেন, ২০২৮ সালের মধ্যে স্বর্ণের দাম প্রায় প্রতি আউন্স ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় এবং বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার কারণে সম্ভব হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে