আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকে ঘৃণা, বিদ্বেষ ছড়ানো ভাষণের কোনো জায়গা নেই বলে জানিয়ে দিলেন মার্ক জাকারবার্গ। দুনিয়াজুড়ে জনপ্রিয় সোস্যাল মিডিয়ার সিইও জার্মানি সফরে রয়েছেন। সেখানে জার্মান সরকারি কর্তারা তার কাছে উদ্বেগ জানিয়ে বলেছেন, চরম দক্ষিণপন্থী গোষ্ঠীগুলি ঘৃণার বার্তা ছড়িয়ে দিচ্ছে ফেসবুকের মাধ্যমে। ঘটনাচক্রে দক্ষিণপন্থীদের ফেসবুককে কাজে লাগানোর বিষয়টি নিয়ে গত বছর জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে নিজে কথা বলেছিলেন জাকারবার্গ।
বার্লিনে টাউন হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, জার্মানিতে ফেসবুকে ঘৃণার বার্তার ওপর নজরদারির জন্য আরও অনেক কিছু করতে হবে। ফেসবুকে ঘৃণা, বিদ্বেষের স্থান নেই বলে মন্তব্য করেন তিনি। জানান, ঘৃণা ছড়ানো বার্তা যাতে আরও ভালভাবে নজরে রাখা ও সরিয়ে দেওয়া যায়, সে ব্যাপারে আরও ভাল নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হচ্ছে। বলেন, এখনও পর্যন্ত জার্মানিতে যখেষ্ট ভালো কাজ আমরা করেছি বলে মনে হয় না আমার। আরও ভালো করে যেতে হবে।
তিনি এও বলেন, জার্মানিতে ফেসবুক বাইরে থেকে আসা অভিবাসীদের ‘সুরক্ষিত শ্রেণি’র লোক বলে দেখে।
২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমিটিনিউজ২৪/এসপি/এমএন