বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ১০:১৯:০০

পাকিস্তান যখন ভারতে হামলা চালাবে তখন পুরো বিশ্ব জানতে পারবে: পাক সেনাবাহিনীর হুঁশিয়ারি

পাকিস্তান যখন ভারতে হামলা চালাবে তখন পুরো বিশ্ব জানতে পারবে: পাক সেনাবাহিনীর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান যখন ভারতে হামলা চালাবে তখন পুরো বিশ্ব জানতে পারবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

বৃহস্পতিবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর দ্য ডনের

শরিফ চৌধুরী বলেন, পাকিস্তান তার পছন্দমতো সময় ও স্থানে ভারতে হামলা চালাবে, তখন পুরো বিশ্ব জানতে পারবে।

১৫টি স্থানে হামলা চালানোর ভারতের দাবিকে ‘ভিত্তিহীন এবং কাল্পনিক’ বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, এই ধরনের নাটক থিয়েটারে মানায়, যুদ্ধক্ষেত্রের নয়।

আইএসপিআর মহাপরিচালক বলেন, ভারতীয় সেনাবাহিনী এবং সরকার কি আঠারো শতকে বাস করছে? ভারত সরকারকে ‘নাটক ও সিনেমা’ থেকে বাস্তব জগতে ফিরে আসবে?

গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে হামলায় জড়িত থাকার কথা শুরু থেকেই অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ। তারপরেও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। সব ধরনের বাতিল হয়েছে ভিসা। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতও করেছে ভারত।

পাল্টা ব্যবস্থা হিসাবে একই ধরনের পদক্ষেপ দিয়েছে পাকিস্তানও। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এ ছাড়া পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।

এরপর দুদেশের পাল্টাপাল্টি হুমকি-ধমকির মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। যা রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করেছে। গত ৬ মে মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ১০০ জন নিহতের দাবি করে দিল্লি। 

অন্যদিকে, ভারতের হামলার জাবাবে ওই দিনই সীমান্তে ব্যাপক গুলিবর্ষণ করে পাকিস্তান। এতে ৫০ ভারতীয় সেনা নিহতের দাবি করে ইসলামাবাদ। এ ছাড়া ৭ মে রাতে ভারতের ১৫ শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে