শুক্রবার, ০৯ মে, ২০২৫, ০৫:৫৯:৪৫

চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে বাজিমাত করল পাকিস্তান

চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে বাজিমাত করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : চীনের তৈরি আধুনিক জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান—এমনটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। খবরটি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একজন মার্কিন কর্মকর্তা বলেন, পাকিস্তানি বাহিনী চীনা জে-১০ ফাইটার জেট থেকে এয়ার-টু-এয়ার মিসাইল ছুড়ে ভারতীয় দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে। অন্য একজন কর্মকর্তা জানান, ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান।

তারা আরও স্পষ্ট করেন, এই অভিযানে পাকিস্তান যুক্তরাষ্ট্রের তৈরি লকহিড মার্টিনের এফ-১৬ বিমান ব্যবহার করেনি।

ভারত সরকার এখনো কোনো যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এ বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। বৃহস্পতিবার (৮ মে) দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যথাসময়ে আমরা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাব।”

ফ্রান্সের গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে জানিয়েছে, ভারতীয় বিমানবাহিনীর অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে নিশ্চিত হয়েছে তারা। এছাড়া রয়টার্স এর আগের প্রতিবেদনে ভারতের স্থানীয় সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, কমপক্ষে তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

পাকিস্তান ইতোমধ্যে দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে, যার মধ্যে তিনটি রাফাল জেট রয়েছে।

এই ঘটনায় উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে