শুক্রবার, ০৯ মে, ২০২৫, ১১:১৯:৫৪

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ জনের মৃত্যু

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৯ মে) এ ঘটনা ঘটে। খবর এএফপির।

হেলিকপ্টারটিতে মোট ১২ জন আরোহী ছিল এবং নিহতদের ভেতর চারজন কমান্ডো ছিল জানায় দেশটির সেনাবাহিনী।

 সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, বেল ২১২ মডেলের হেলিকপ্টারটি রাজধানী কলম্বোর পূর্বে মাদুরু ওয়া এলাকায় এক প্রদর্শনী ফ্লাইটে অংশ নিচ্ছিল এবং সেখানে রোপ জাম্প এর প্রস্তুতি চলছিল। এ সময় হেলিকপ্টারটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে আছড়ে পড়ে।

 আহতদের উদ্ধারের পর হাপাতালে নেয়া হলে সেখানে ৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন বিমান বাহিনীর ও বাকিরা বিশেষ বাহিনীর সদস্য বলে জানান দেশটির বিমান বাহিনীর এক মুখপাত্র।
 
তবে দূর্ঘটনার কারণ সম্বন্ধে বিস্তারিত জানাননি ওই কর্মকর্তা। মাদুরু ওয়াতে স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলের পাসিং আউট কুচকাওয়াজ সংশ্লিষ্ট এক প্রদর্শনীর মধ্যে এ দুর্ঘটনাটি ঘটে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে