শনিবার, ১০ মে, ২০২৫, ১২:২৮:১৬

বড় সুখবর মালয়েশিয়া প্রবাসীদের জন্য, এবার যে সিদ্ধান্ত সরকারের

বড় সুখবর মালয়েশিয়া প্রবাসীদের জন্য, এবার যে সিদ্ধান্ত সরকারের

এমটিনিউজ২৪ ডেস্ক : মালয়েশিয়া সরকার বিভিন্ন খাতে বিদেশি শ্রমিকদের নিয়োগকর্তা পরিবর্তনের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

বৃহস্পতিবার (৮ মে) অনুষ্ঠিত বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে ১৩তম যৌথ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটিতে এক কোম্পানির ভিসা নিয়ে অন‍্য কোম্পানিতে অবৈধভাবে কাজ করা বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। এমনকি কোম্পানি পরিবর্তনেরও সুযোগ পাবেন।

এর আগে, সরকার শুধু একই খাতের মধ্যে বিদেশি শ্রমিকদের নিয়োগকর্তা পরিবর্তনের অনুমতি দিত, যা কোম্পানি পুনর্গঠন, বন্ধ, সম্প্রসারণ বা শ্রম বিভাগ কর্তৃক তত্ত্বাবধানে থাকা একটি কমিটির অনুমোদন সাপেক্ষে ছিল।

বৈঠকের পর এক বিবৃতিতে সাইফুদ্দিন বলেন, ‘এই নীতি পরিবর্তন শুধু সরকারের জন্যই নয়, নিয়োগকর্তা ও বিদেশি শ্রমিকদের জন্যও বিভিন্ন সুবিধা বয়ে আনবে। এই পদ্ধতি আন্তর্জাতিক শ্রম সংস্থার সুপারিশ করা সর্বোত্তম অনুশীলনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং অন্যান্য উন্নত দেশ এরইমধ্যে গ্রহণ করেছে।’

তিনি জানান, বৈঠকে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বিদেশি শ্রমিকদের চেক আউট মেমো (সিওএম) ব্যবস্থাপনার উন্নতির একটি প্রস্তাবও গৃহীত হয়েছে।

আজকের সিদ্ধান্তের ফলে নিয়োগকর্তাদের আন্তর্জাতিক বহির্গমন পয়েন্টে উপস্থিত থাকতে হবে বিদেশি শ্রমিকদের প্রস্থানের নিবন্ধন ব্যবস্থাপনার জন্য, ঠিক যেমন তারা দেশে তাদের প্রবেশের ব্যবস্থাপনা করে।

দুই ঘণ্টার বৈঠকে কৃষিমন্ত্রী ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ সাবু, উপ-স্বাস্থ্যমন্ত্রী দাতুক লুকানিসমান আওয়ং সানি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সব পক্ষকে সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং বিধিগুলি লক্ষ্য করার এবং সম্পূর্ণরূপে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। এই বিষয়ে সরকার প্রযোজ্য আইন ও বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে