আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) ভোরে ‘বুনিয়ান মারসুস’ নামের এই হামলায় ভারতের উদমপুরে অবস্থিত এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়ার দাবি করেছে পাকিস্তান।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সামরিক বাহিনী ভারতে হামলার বিষয়ে একের পর এক দাবি করে যাচ্ছে। সবশেষ তারা ভারতের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়ার দাবি করেছে।
এই উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে ভারত কিনেছে। একইসঙ্গে পাকিস্তান সাইবার হামলা করে ক্ষমতাসীন বিজেপিসহ ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইটগুলো হ্যাক করার দাবি করেছে।
তবে বিবিসি এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি। ভারতের পক্ষ থেকেও এসব বিষয়ে কোনো মন্তব্য আসেনি।
পাকিস্তানের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয়, ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চলমান রয়েছে। এই হামলায় ভারতের উদমপুরের একটি এবং পাঠানকোটের দু’টি বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে।
এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, শুক্রবার ভোররাতে ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে শনিবার ভোরে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।