রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৫৬:২৪

এক গ্রামের সব পুরুষের মৃত্যুদণ্ড!

এক গ্রামের সব পুরুষের মৃত্যুদণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের একটি গ্রামের সব পুরষকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে ইরানের একটি নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানানো হয়, মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দেশটির সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামের সব পুরুষকেই ফাঁসিতে ঝোলান হয়।

নারী ও পরিবারবিষয়ক একটি সংস্থার ভাইস প্রেসিডেন্ট শাহিনদখত মোলাভেরদি বলেন, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে আমাদের একটি গ্রাম রয়েছে, যেখানে প্রত্যেক পুরুষ সদস্যকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।

তিনি বলেন, আজ তাদের শিশুরা মাদকপাচারকারী হতে যাচ্ছে। এর কারণ হয় তারা তাদের বাবার হত্যাকারীর প্রতিশোধ নেবে অথবা সরকারি সহযোগিতার অভাবের কারণে পরিবারের সদস্যদের ভরণপোষণের জন্য অর্থ জোগাড় করতে হবে।

ওই প্রতিবেদনে ইরানের কোন গ্রামে এ ঘটনা ঘটেছে, তার নাম উল্লেখ করা হয়নি। ঠিক কবে ওই গ্রামের পুরুষদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, সে তথ্যও পরিষ্কার ভাবে বলা হয়নি।

ইরানের হিউম্যান রাইটস গ্রুপ জানিয়েছে, মাদকব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রতিবছর কয়েকশত লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এদিকে ইরান হিউম্যান রাইটসের মুখপাত্র মাহমুদ আমিরে মোঘাদ্দাম জানিয়েছেন, ইরান কৃর্তপক্ষ বারবার বলছে, মাদকব্যবসা বন্ধে মৃত্যুদণ্ড কোনো সমাধান নয়। এরপরও এই পন্থা অব্যহত রয়েছে। এটা আসলে হতাশাব্যঞ্জক।
২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমিটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে