আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র পাকিস্তান-ভারত চলমান সামরিক উত্তেজনা নিরসনে সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিচ্ছে। এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও শুক্রবার রাতে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফোন করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফোনালাপে রুবিও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে গঠনমূলক সংলাপে আগ্রহী হলে ওয়াশিংটন উভয় পক্ষকেই পূর্ণ সহযোগিতা দেবে। তিনি দুই দেশকে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ ও কূটনৈতিক পথে সমাধান খোঁজার আহ্বান জানান।
এর আগে রুবিও আলাদাভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও টেলিফোনে কথা বলেন। সেই আলোচনাতেও রুবিও উত্তেজনা কমাতে আহ্বান জানান এবং সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।
এদিকে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, “দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা খুবই উদ্বেগজনক। প্রেসিডেন্ট ট্রাম্প চান, এই উত্তেজনার দ্রুত অবসান হোক।”