রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৩৯:৫১

বরফধসে বিচ্ছিন্ন দুই বোন, ৩০ বছর পর মিলন

বরফধসে বিচ্ছিন্ন দুই বোন, ৩০ বছর পর মিলন

আন্তর্জাতিক ডেস্ক : এক বরফ ধ্বস দেই বোনকে বিচ্ছিন্ন করে রেখেছিল ৩০টি বছর। তবে অল্প সময়ে ধ্বসে যাওয়া সেই বরফ গললেও দুই বোনের পুনর্মিলনে সময় লেগেছে তিন দশক।

১৯৮৫ সালের ১৩ নভেম্বর কলম্বিয়ার আরমেরো শহরের কাছে তোলিমা ডিপার্টমেন্ট এলাকায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। অগ্ন্যুৎপাতের কারণে বরফধসে শহরটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।

শহরটির প্রায় ২৯ হাজার বাসিন্দার মধ্যে অন্তত ২০ হাজার বাসিন্দা ওই ঘটনায় নিহত হয়। কিন্তু ওই ঘটনায় বেঁচে যান দুই বোন জ্যাকুইলিন এবং লোরেনা সানচেজ। যদিও বরফধ্বসের ঘটনা বিচ্ছিন্ন করে ফেলে দুই বোনকে।

এই দুই বোনকে পৃথক দুটি পরিবার দত্তক হিসেবে গ্রহণ করে। তাদের কেউই একে অপরের খবর জানতেন না। তারা বছরের পর বছর একে অপরকে খুঁজে বেড়িয়েছেন।

আরমেরোর তোলিমা ডিপার্টমেন্টের ঘটনার শিকারদের সহায়তার জন্য প্রতিষ্ঠিত আরমান্দো আরমেরো ফাউন্ডেশনের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো প্রচারণার ফলে দুই বোন পরস্পরকে খুঁজে পান।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। জ্যাকুইলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ দেখতে পান যেখানে তার বোন লোরেনা ওই বরফধস থেকে বেঁচে যাওয়া পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য জানতে চাইছেন।

বোনকে খুঁজে পাবার পর লোরেনা সানচেজ বলেন, ‘আমি ৩০ বছর জানতে পারলাম আমার বোন বেঁচে আছে, ভালো আছে। এটা একই সঙ্গে আনন্দের আর দুঃখের ঘটনা।’

ওই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দুই বোনের ডিএনএ পরীক্ষা করার পর তা মিলে যায়। তবে ওই জ্যাকুলিন ও লোরেনা তাদের পরিবারের আর কারো খোঁজ পাননি। -বিবিসি
২৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে