আন্তর্জাতিক ডেস্ক : আইফোন পৃথিবীর সবচেয়ে দামি ও অন্যতম জনপ্রিয় ফোনগুলোর একটি। অনেকেরই স্বপ্ন থাকে একটি আইফোন ব্যবহার করার। অনেকেই আবার এটিকে সামাজিক অবস্থান বা স্ট্যাটাসের প্রতীক মনে করেন। তবে মন খারাপ করার মতো খবর হলো, সম্প্রতি মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল আইফোনের দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে।
সোমবার (১২ মে) মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এতে বলা হয়, চলতি বছরের শরতে আইফোনের যে নতুন মডেলগুলো আসবে, সেগুলোর দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে অ্যাপল। দাম বাড়ানোর পাশাপাশি নতুন আইফোনের ফিচার ও ডিজাইনেও পরিবর্তন আনতে চাচ্ছে কোম্পানিটি। আর এই খবরে বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়ে। প্রিমার্কেট ট্রেডিংয়ে অ্যাপলের শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, আইফোনের দাম বাড়ানো হলেও অ্যাপল চায় না কেউ মনে করুক-চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির কারণে এই দাম বাড়ছে। যদিও অ্যাপলের বেশিরভাগ পণ্য চীনে তৈরি, তবুও প্রতিষ্ঠানটি চাইছে মূল্যবৃদ্ধির পেছনে অন্য কারণ তুলে ধরতে।
তবে রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও অ্যাপল কোনো মন্তব্য করেনি।