মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ০৬:০২:৪৩

পাকিস্তানের হামলা করা সেই বিমানঘাঁটি দেখতে গেলেন মোদি, দিলেন যে তথ্য

পাকিস্তানের হামলা করা সেই বিমানঘাঁটি দেখতে গেলেন মোদি, দিলেন যে তথ্য

আন্তর্জাতিক ডেস্ক : গত শনিবার ভোরে ভারতের বিভিন্ন বিমানঘাঁটিতে হামলা চালায় পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছিল, পাকিস্তান ভারতের পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে তাদের সেনারা। এতে সেখানকার রানওয়ে, এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রায় ৬০ সৈন্য নিহত হয়েছিল বলে পাক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল।

আজ মঙ্গলবার (১৩ মে) পাকিস্তানের হামলা চালানো ঘাঁটিতে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান পাঞ্জাবের আদমপুর ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়ে এটি ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছিল, সেটি সত্যি নয়। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদি সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঘাঁটিতে যান। তাকে বহনকারী বিমানটি ওই ঘাঁটির রানওয়েতেই অবতরণ করেছে এবং মোদি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে দাঁড়িয়ে কথা বলেছেন। মোদি তার এক্স অ্যাকাউন্টে আদমপুর ঘাঁটি সফরের কয়েকটি ছবি প্রকাশ করেছেন।

এনডিটিভি জানিয়েছে, মোদি সেখানকার সেনাদের সঙ্গে কথা বলেন এবং পাকিস্তানের হামলা প্রতিহত করে দেওয়ায় তাদের স্যালুট জানান। বিমানঘাঁটির একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের একাধিক মিসাইল আটকে দিতে সমর্থ হয় আদমপুর বিমানঘাঁটির এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে মোদি এক্সে আদমপুর ঘাঁটিতে যাওয়ার ব্যাপারে বলেছেন, “আজ সকালে, আমি এএফএস আদমপুরে গিয়েছিলাম এবং আমাদের সাহসী বিমান যোদ্ধা এবং সৈন্যদের সাথে দেখা করেছি। সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক হিসেবে তাদের সাথে থাকাটা ছিল এক বিশেষ অভিজ্ঞতা। আমাদের সশস্ত্র বাহিনী জাতির জন্য যা কিছু করে তার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞ।” সূত্র: এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে