বুধবার, ১৪ মে, ২০২৫, ০৮:০৭:০৭

এক লাফে যত ডিসকাউন্ট Samsung Galaxy A26 5G স্মার্টফোনে!

এক লাফে যত ডিসকাউন্ট Samsung Galaxy A26 5G স্মার্টফোনে!

আন্তর্জাতিক ডেস্ক : মে মাসে স্যামসাঙ তাদের গ্যালাক্সি ‘এ’ সিরিজের মিড বাজেট রেঞ্জে Samsung Galaxy A26 5G ফোনটি লঞ্চ করেছিল। বর্তমানে এই ফোনের 6GB এবং 8GB RAM অপশন মোট 2,000 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। স্যামসাঙ তাদের ফ্যানদের জন্য 31 মে পর্যন্ত ফোনটিতে লিমিটেড পিরিয়ড অফার জারি করেছে। অর্থাৎ এই মাস জুড়ে Samsung Galaxy A26 5G ফোনটি কম দামে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A26 5G ফোনের অফার এবং নতুন দামের ডিটেইলস সম্পর্কে।
 
Samsung Galaxy A26 5G এর প্রাইস এবং অফার
বর্তমানে Samsung Galaxy A26 5G ফোনের সমস্ত ভেরিয়েন্টে 2,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ডিসকাউন্টের পর Galaxy A26 5G ফোনের 6GB RAM সহ 128GB স্টোরেজ অপশন 21,499 টাকা দামে কেনা যাবে। জানিয়ে রাখি ফোনের এই স্টোরেজ ভেরিয়েন্ট শুধুমাত্র অফলাইন বাজারে রিটেইল স্টোরের মাধ্যমে কেনা যাবে।
 
Samsung Galaxy A26 5G লঞ্চ প্রাইস ডিসকাউন্ট অফার সেলিং প্রাইস
6GB RAM + 128GB Storage ₹23,499 ₹2,000 ₹21,499
8GB RAM + 128GB Storage ₹24,999 ₹2,000 ₹22,999
8GB RAM + 256GB Storage ₹27,999 ₹2,000 ₹25,999
 
Samsung Galaxy A26 ফোনের 8GB RAM স্টোরেজ অপশন অফালাইন বাজার সহ কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমেও কেনা যাবে। Galaxy A26 ফোনটির দুটি 128GB এবং 256GB স্টোরেজ অপশন 2 হাজার টাকা কম দামে সেল করা হচ্ছে। অফার সহ ফোনটির দাম 23,999 টাকা এবং 25,999 টাকা রাখা হয়েছে। এই 5G ফোনটি Awesome Black, Peach, Mint এবং White মতো কালার অপশনে সেল করা হয়।
 
Samsung Galaxy A26 5G এর স্পেসিফিকেশন
6.7″ FHD+ sAMOLED Display
8GB RAM + 256GB Storage
Samsung Exynos 1380
50MP Triple Rear Camera
13MP Front Camera
45W 5,000mAh Battery
ডিসপ্লে
Samsung Galaxy A26 5G ফোনটিতে 1080 × 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই সুপার এমোলেড পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট এবং 1900নিটস পিক ব্রাইটনেস সহ ভিসন বুস্টারের মতো ফিচারগুলি সাপোর্ট করে। ফোনের ডিসপ্লে সিকিউরিটির জন্য গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন+ কি লেয়ার রয়েছে।
 
প্রসেসর
স্যামসাঙ তাদের Samsung Galaxy A26 5G ফোনটি ভারতে এক্সিনোস 1380 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করেছে। এই প্রসেসর 5ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি সিপিইউতে 2GHz ক্লক স্পীডযুক্ত চারটি A55 কোর এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত চারটি A78 কোর রয়েছে। আমাদের টেস্টে ফোনটি AnTuTu Benchmark 6,10,383 স্কোর পেয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য 5G ফোনটিতে Mali-G68 GPU দেওয়া হয়েছে।
 
অপারেটিং সিস্টেম
Samsung এর নাম সেইসব কোম্পানিগুলির মধ্যে রয়েছে, যারা তাদের ফোনগুলিকে দীর্ঘমেয়াদী OS এবং সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করে। Galaxy A26 5G ফোনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। এই ফোনটি Android 15 এবং One UI 7 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের সঙ্গে 6 জেনারেশনের OS আপগ্রেড দেওয়া হয়েছে, ফলে ফোনটি এখন থেকেই Android 21 অপারেটিং সিস্টেমের জন্য তৈরি। একইসঙ্গে ফোনটিতে 6 বছরের সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে।
 
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Samsung স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচার সহ f/1.8 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল সেন্সর এবং f/2.2 অ্যাপারর্চারযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও f/2.4 অ্যাপারর্চারযুক্ত 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Galaxy A26 5G ফোনটিতে f/2.2 অ্যাপারর্চারযুক্ত 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
 
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A26 5G ফোনটিতে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে 11 ঘন্টা 49 মিনিটের PC Mark Battery স্কোর পেয়েছে। টেস্ট চলাকালীন ফোনটি 69 মিনিটে 20% থেকে 100% চার্জ হতে সময় নিয়েছে।
 
অন্যান্য ফিচার
এই স্যামসাঙ ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP67 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5GHz Wi-Fi এবং Bluetooth 5.3 সহ NFC রয়েছে। অন্যদিকে এই কম দামে 5জি ফোনটিতে Samsung Knox, USB Type-C audio এবং Stereo speakers মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে