রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:১০:১৬

আবারো খেপল সেই ক্ষ্যাপা কিম

আবারো খেপল সেই ক্ষ্যাপা কিম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বকে আড়ালে রেখে আবারো আরো অত্যাধুনিক মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়ার নেতা কিম জং  উন। তার দাবি, এই মিসাইল বিশ্বের সবথেকে শক্তিশালী। যা কিনা দূর থেকে লেজারের সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। আর মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে শত্রুপক্ষের ট্যাংক। কিম জং উন নিজে এই রকেট পরীক্ষা পরিদর্শন করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মিসাইলটি একই ধরনের অন্যান্য ক্ষেপণাস্ত্রের তুলনায় সবচেয়ে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এ ছাড়া, এটি স্নাইপার রাইফেলের মতো নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে পারবে। ভ্রাম্যমান লাঞ্চারের সাহায্যে রকেটটি নিক্ষেপ করা যায় বলে জানা গিয়েছে।

অত্যাধুনিক এই মিসাইলটির শক্তিপরীক্ষা যাচাই করার পর সন্তোষ প্রকাশ করেছেন কিম। কিন্তু নতুন করে আবারো বিশ্বকে আড়ালে রেখে এভাবে মিসাইল পরীক্ষা চালানোর পর আবারো বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

যদিও উত্তর কোরিয়ার পক্ষ তেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, আমেরিকা ও তার আঞ্চলিক মিত্ররা উত্তর কোরিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। ফলে ওয়াশিংটন যতদিন তার বিদ্বেষী নীতি পরিহার না করবে ততদিন উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র-সক্ষমতা হাতছাড়া করবে না বলে হুঁশিয়ারি পিয়ংইয়ংয়ের।
২৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে