আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় বুধবার (১৪ মে) পুয়েবলা ও ওক্সাকা অঙ্গরাজ্যের সংযোগ সড়কে তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানায়, একটি সিমেন্টবোঝাই ট্রাক ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ও ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। ধাক্কায় ট্রাকটি পাশের খাদে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে পুয়েবলার স্বরাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল আগুইলার জানিয়েছেন, তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মেক্সিকান সংবাদপত্র লা জর্নাডা জানিয়েছে, একটি সিমেন্ট বোঝাই ট্রাক অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। ওই ট্রাকটি তার নিজের লেন ছেড়ে অন্য লেনে প্রবেশ করে। তার পরই ওই ট্রাকটি একটি বাসকে ধাক্কা মারে। এর পরই আরও একটি পরিবহন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় বাসটি।
প্রতিবেদন অনুসারে, সংঘর্ষের পর ট্রাকটি একটি খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ট্রাকটিতে। আগেও একাধিক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে মেক্সিকোতে। প্রত্যন্ত অঞ্চলে আঁকাবাঁকা ও খাড়া রাস্তায় এসব দুর্ঘটনা ঘটে।
চলতি বছরের মার্চ মাসে ওহাসাকায় যাত্রী বহনকারী বাস উল্টে গেলে কমপক্ষে ১১ জন মারা যান। এর আগে ২০২৩ সালে দক্ষিণাঞ্চলীয় রাজ্যের মধ্য দিয়ে যাতায়াতকারী একটি বাস খাদে পড়ে ২৯ জনের মৃত্যু হয়েছিল।