আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারা, কনিয়া এবং আশেপাশের কয়েকটি শহরে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে অনুভূত হওয়া এ ভূমিকম্পে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশটিতে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল কনিয়ার কুলু জেলা। ভূমিকম্পটি স্থানীয় সময় অনুযায়ী সকাল নাগাদ অনুভূত হয় এবং রাজধানী আঙ্কারাসহ মধ্য তুরস্কের বেশ কয়েকটি প্রদেশে এর কম্পন সুস্পষ্টভাবে টের পাওয়া যায়।
এএফএডি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে এবং সম্ভাব্য আফটারশক বা ক্ষয়ক্ষতির আশঙ্কা মাথায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে রাজধানী আঙ্কারায় ভূমিকম্পের কম্পন বেশ তীব্রভাবে অনুভূত হওয়ায় লোকজন ঘরবাড়ি থেকে বেরিয়ে আসে। কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল নেটওয়ার্ক বা বিদ্যুৎ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে, তবে তা খুব দ্রুতই পুনরুদ্ধার করা হয়।
তুরস্ক একটি প্রবল ভূমিকম্পপ্রবণ অঞ্চল। কারণ দেশটি ইউরেশিয়ান এবং আনাতোলিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে মাঝেমধ্যেই এখানে মাঝারি ও শক্তিশালী মাত্রার ভূমিকম্প ঘটে থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, মাঝারি মাত্রার এই ভূমিকম্প বড় ক্ষতির কারণ না হলেও, এটি একটি সতর্কবার্তা। নগর পরিকল্পনা ও নির্মাণনীতিতে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন অনেকে। সূত্র: মেহের নিউজ