আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার একটি টায়ার কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। দাউ দাউ করে জ্বলছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে। এখন পর্যন্ত তিন জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শবিবার (১৭ মে) স্থানীয় সময় সকাল ৭ টার দিকে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম টায়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কুমহোর গোয়াংজু প্ল্যান্টের একটি বড় অংশে আগুন লাগে। আগুন লাগার সাথে সাথে চারপাশে ছড়িয়ে পড়ে। প্রায় সঙ্গে নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
অগ্নিনির্বাপক কর্মকর্তাদের মতে, আগুনের শিখা ১০০ মিটার পর্যন্ত উঁচুতে পৌঁছেছে। দুপুর নাগাদ কারখানার পশ্চিম অংশের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে, যা আকারে প্রায় পাঁচটি ফুটবল মাঠের সমান। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক দিন সময় লেগে যেতে পারে।
কারখানায় প্রায় ২০ টন কাঁচা রাবার মজুদ ছিল, যা অগ্নিনির্বাপণ প্রচেষ্টাকে ব্যাহত করছে বলে জানিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। কাঁচা রাবার গরম করার জন্য ব্যবহৃত সরঞ্জাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা কর্মকর্তাদের অভিযান পরিচালনার নির্দেশ জারি করে, যার ফলে পার্শ্ববর্তী অঞ্চল থেকে অগ্নিনির্বাপক কর্মী এবং সরঞ্জাম ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
সিউল থেকে প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত গোয়াংজুতে অবস্থিত কুমহোর এই কারখানা। কারখানার কর্মকর্তারা জানিয়েছেন, কারখানায় সমস্ত উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। এরই মধ্যে প্রায় ৪০০ কর্মীকে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ কর্মী গুরুতর আহত হয়েছেন।