রবিবার, ১৮ মে, ২০২৫, ০২:৫৪:৫৯

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময় আরও এক মাস বাড়াল পাকিস্তান

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময় আরও এক মাস বাড়াল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ভারতের জন্য তার আকাশসীমা বন্ধের সময় আরও এক মাসের জন্য বাড়িয়ে দেবে। আগামী সপ্তাহ থেকে এটি কার্যকর হবে। রোববার (১৮ মে) দ্য নিউজের বরাত দিয়ে জিও নিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে।

গত মাসে ভারতের পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের উত্তেজনা তীব্র হয়। 

 ভারত ২৩ এপ্রিল একতরফা পাকিস্তানের জন্য তার আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয়। পরের দিন পাকিস্তানও পাল্টা তার আকাশসীমা বন্ধ করে।

এ বিষয়ে বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে বিমান পরিবহন বিভাগ বিমানকর্মীদের জন্য একটি নোটিশ (নোটাম) জারি করবে বলে জানানো হয়েছে।

শনিবার উচ্চপদস্থ সূত্র দ্য নিউজকে জানিয়েছে যে, পাকিস্তানকে যে পরিস্থিতির কারণে পদক্ষেপ নিতে বাধ্য করা হয়েছিল, তাতে কোনো উন্নতি লক্ষ্য করা না যাওয়ায় যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিয়ম অনুসারে, কোনো সদস্য দেশ একবারে এক মাসের বেশি সময় ধরে তাদের আকাশসীমা বন্ধ করতে পারে না।

এদিকে, জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে, পাকিস্তান ২৪ এপ্রিল থেকে ভারতের জন্য তার আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। যা ২৩ মে পর্যন্ত কার্যকর থাকবে।

প্রতিদিন ২০০ থেকে ৩০০টি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে, যার অনেকগুলো দিল্লি, মুম্বাই, অমৃতসর এবং আহমেদাবাদের মতো শহর থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকা পর্যন্ত রুটে চলাচল করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে