মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ০১:১২:০৫

১৪ জনের মৃত্যু পাক সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় প্রক্সি সংগঠনের সংঘর্ষে

১৪ জনের মৃত্যু পাক সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় প্রক্সি সংগঠনের সংঘর্ষে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে পৃথক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর হাতে ‘ভারতীয় প্রক্সি’ সংগঠনের ১২ জন  এবং দেশটির দুজন সেনাসদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান গ্রুপ এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা (আইএসপিআর)।

শনিবার (১৭ মে) ও রোববার (১৮ মে) পাক সেনার সঙ্গে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান গ্রুপ এবং বেলুচিস্তানে নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে গোয়েন্দাভিত্তিক অভিযান (আইবিও) পরিচালিত হয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, লাক্কি মারওয়াত জেলায় একটি অভিযান চালানো হয়, যেখানে সেনারা শত্রুর অবস্থানের বিরুদ্ধে লড়াই করেছে এবং ‘পাঁচজন ভারতীয় স্পনসরড’ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ওই জেলায় আরও একটি অভিযানে দুই ‘ভারতীয় স্পনসরড’ সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন।

উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলীর জেনারেল এলাকায় আরেকটি ঘটনায় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ে অতর্কিত হামলা চালালে সেনাদের প্রতিক্রিয়ায় দুই ‘ভারতীয় মদদপুষ্ট’ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানায় আইএসপিআর।

সামরিক বাহিনীর মিডিয়া শাখা আরও বলেছে, তীব্র গুলি বিনিময়ের সময় দুই সাহসী সন্তান, সিপাহী ফরহাদ আলী তুরি (বয়স ২৯ বছর, কুর্রাম জেলার বাসিন্দা) এবং ল্যান্স নায়েক সাবির আফ্রিদি (বয়স ৩২ বছর, কোহাট জেলার বাসিন্দা) বীরত্বের সঙ্গে লড়াই করে চূড়ান্ত ত্যাগ স্বীকার করে শহিদ হন।

প্রথমে বেলুচিস্তানে সংঘর্ষ বাঁধে বলে জানানো হয় বিবৃতিতে। এতে বলা হয়, আওরান জেলার গিশকুর এলাকায় সন্ত্রাসীদের অবস্থানে সেনারা সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং তীব্র গুলি বিনিময়ে ‘ভারত-স্পন্সর সন্ত্রাসী ইউনাস’ নিহত হন। কেচ জেলার তুরবাত সিটিতে আরেকটি সংঘর্ষে দুই ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীকেও হত্যা হকে নিরাপত্তা বাহিনী।

এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সামরিক বাহিনী সন্ত্রাসী সতর্ক করে বলেছে, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জাতির সঙ্গে তাল মিলিয়ে বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতি নষ্ট করার ভারতীয় প্রক্সিদের প্রচেষ্টা ব্যর্থ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে