আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে আবারও ভূরাজনৈতিক উত্তেজনার ঢেউ উঠেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে—এই খবরে বিশ্বব্যাপী অর্থনৈতিক বাজারে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। সিএনএনের এই প্রতিবেদনের পরপরই বুধবার অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে গেছে, একই সঙ্গে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকেও ঝুঁকেছেন, যার ফলে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।
হংকংভিত্তিক সংবাদ সংস্থা এএফপি জানায়, এই তথ্য প্রকাশের পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে, যা বিশ্ববাণিজ্য ও জ্বালানির সরবরাহকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে।Local events
তবে আশ্চর্যজনকভাবে, এশিয়ার শেয়ারবাজারে এর খুব একটা নেতিবাচক প্রভাব পড়েনি। বেশিরভাগ বাজারই আগের দিনের ইতিবাচক ধারায় এগিয়ে গেছে।
বিশ্লেষকরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত এবং ইসরাইলের কড়া অবস্থান মধ্যপ্রাচ্যকে সরাসরি সংঘাতের পথে ঠেলে দিতে পারে। ওয়েস্টপ্যাক ব্যাংকের বিশ্লেষক রবার্ট রেনি বলেন, ‘এই মুহূর্তে এটি সবচেয়ে স্পষ্ট বার্তা যে আলোচনা ভেস্তে গেলে ইসরাইল কতদূর যেতে পারে এবং বাজারে অপরিশোধিত তেলের ঝুঁকি প্রিমিয়াম দীর্ঘস্থায়ী হতে পারে।’
চলতি মাসের শুরু থেকে তেলের দাম প্রায় ১৫ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, বাণিজ্য উত্তেজনা সাময়িকভাবে কমে আসায় ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উন্নতিতে এই প্রবণতা দেখা যাচ্ছে।
এশিয়ার বেশিরভাগ শেয়ারবাজার বুধবারও ঊর্ধ্বমুখী ছিল। হংকং, সাংহাই, সিডনি, সিউল, ওয়েলিংটন, তাইপে, ম্যানিলা ও মুম্বাইয়ের বাজার ছিল চাঙা।
তবে টোকিও, সিঙ্গাপুর ও ব্যাংককের বাজার কিছুটা পিছিয়েছে।
অন্যদিকে, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বেইজিং চিপ রপ্তানির ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণকে ‘বুলিং’ বা নিপীড়নমূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
মার্কিন কর্তৃপক্ষ সম্প্রতি প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ‘অ্যাসেন্ড’ নামের উন্নত এআই চিপ ব্যবহারের ব্যাপারে সতর্ক করে জানিয়েছে—এটি রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের ঝুঁকি সৃষ্টি করতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সুদের হার কবে কমবে—তা নিয়ে বিনিয়োগকারীদের আশা আবারও ধাক্কা খেয়েছে।
ফেডারেল রিজার্ভের একাধিক শীর্ষ কর্মকর্তা সতর্ক করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হতে পারে এবং মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে।
সেন্ট লুইস ফেড প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম বলেন, ‘শুল্ক কমানোর কিছু পদক্ষেপ নেওয়া হলেও তার প্রভাব এখনও প্রবল। এই কারণে এখনই মুদ্রানীতিতে শিথিলতা আনলে ভবিষ্যতের মূল্যস্ফীতি ভুলভাবে মূল্যায়িত হতে পারে।’
আটলান্টা ফেড প্রধান রাফায়েল বোস্টিকও একইভাবে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘মুডির রেটিং কমে যাওয়া ও কর ছাড়ের প্রস্তাব বাজারে অনিশ্চয়তা তৈরি করছে। এর ফলে সুদের হার দীর্ঘ সময় ধরে উঁচু রাখতে হতে পারে।’
প্রধান সূচকসমূহ (০২:৩০ জিএমটিএ অনুযায়ী):
ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট: ১.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৬৩.৭৬ ডলারে পৌঁছেছে
ব্রেন্ট নর্থ সি অপরিশোধিত তেল: ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৬৬.১০ ডলারেএ পৌঁছেছে
টোকিও – নিক্কেই ২২৫: ০.৬ শতাংশ হ্রাস পেয়ে ৩৭ হাজার ২৯৮.৯৮ হয়েছে। (বিরতি)
হংকং – হ্যাং সেং সূচক: ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩ হাজার ৮২৭.৭৮ এ পৌঁছেছে (বিরতি)
সাংহাই – কম্পোজিট: ০.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩,৩৮৭.৫৭ এ পৌঁছেছে (বিরতি)
লন্ডন – এফটিএসই ১০০: ০.২ শতাংশ হ্রাস পেয়ে ৮ হাজার ৭৬৭.৫৯ এ পৌঁছেছে
ইউরো/ডলার: মঙ্গলবার ১.১২৮৪ ডলার থেকে ১.১৩২২ ডলারে উঠেছে
পাউন্ড/ডলার: ১.৩৪২০ ডলার থেকে উঠেছে ১.৩৩৯১ ডলারে
ডলার/ইয়েন: ১৪৪.৪৭ ইয়েন থেকে কমে ১৪৩.৯০ ইয়েনে
ইউরো/পাউন্ড: ৮৪.২৬ পেন্স থেকে বেড়ে ৮৪.৪১ পেন্সে ঠেছে
নিউ ইয়র্ক – ডাউ: ০.৩ শতাংশ কমে ৪২ হাজার ৬৭৭.২৪ হয়েছে (বিরতি)
সূত্র : ফ্রান্স২৪