শুক্রবার, ২৩ মে, ২০২৫, ০৯:০৬:৩৯

ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করল আরব আমিরাত

ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, এ বছর আমিরাতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৬ জুন।

শুক্রবার (২৩ মে) স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ সম্ভাব্য তারিখ জানানো হয়।

 আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেন, আগামী বুধবার (২৮ মে) হতে পারে জিলহজ মাসের প্রথম দিন। এর অর্থ হলো, তাদের গণনার ভিত্তিতে ধারণা করা যায় ঈদুল আজহা হবে ৬ জুন (শুক্রবার)।

আরবি ভাষার সংবাদপত্র এমারাত আল ইয়ুমকে দেয়া এক সাক্ষাৎকারে জারওয়ান বলেন, সংযুক্ত আরব আমিরাতে ২৭ মে মঙ্গলবার সকাল ৭টা বেজে ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের ওপরে থাকবে এবং প্রায় ৩৮ মিনিট ধরে সেখানে থাকবে। ফলে চাঁদ দৃশ্যমান হবে।

যদিও এই সম্ভাব্য তারিখ জ্যোতির্বিদ্যার পূর্বাভাসের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। তবে ইসলামি শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করে থাকেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে