সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩৭:৫৭

দরজা বন্ধই রাখল সৌদি, কড়া প্রতিবাদ ইরানের

দরজা বন্ধই রাখল সৌদি, কড়া প্রতিবাদ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানিদের জন্য সব দরজা বন্ধ করে দিয়েছে সৌদি আরব। সকল সম্পর্ক ছিন্ন করায় দেশটিতে ইরানিদের প্রবেশে কার্যত নিষিদ্ধ রয়েছে। এমনকি আন্তর্জাতিক কোন বৈঠকের ক্ষেত্রেও কোন ছাড় না দেয়ার ইঙ্গিত দিয়েছে রিয়াদ।

সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বৈঠকে যোগ দিতে একটি রাজনৈতিক প্রতিনিধিদল ঘোষণা করে ইরান। কিন্তু সেই প্রতিনিধিদলকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি। এর বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক বিভাগের পরিচালক হামিদ বায়েদিনেজাদ বলেছেন, ভিসা দিতে অস্বীকার করা প্রকৃতপক্ষে আইনের লঙ্ঘন এবং বৈষম্য। এ বিষয়ে ইরানের আপত্তির কথা সৌদি আরবের সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

বায়েদিনেজাদ জোর দিয়ে বলেন, ইরানি কর্মকর্তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে তেহরানের বিরুদ্ধে কোনো রকমের সিদ্ধান্ত নেয়া হলে সে সিদ্ধান্তের আনুষ্ঠানিক কোনো মূল্য থাকবে না।

রোব ও সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা এবং এতে ওআইসি’র ৫৭টি দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা যোগ দিচ্ছেন। ওআইসি’র তুর্কি সম্মেলনের দলিলপত্র ও প্রস্তাবনার খসড়া তৈরির জন্য বন্দরনগরী জেদ্দায় এ বৈঠকে হচ্ছে।

সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আন-নিমরের শিরশ্ছেদের পর তেহরানে সৌদি দূতাবাসে হামলা হয় এবং ওই ঘটনার পর সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।
২৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে