সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:০০:১৮

সরকারি চাকরিতে ২৪ হাজার ‘ভুয়া কর্মচারী’!

সরকারি চাকরিতে ২৪ হাজার ‘ভুয়া কর্মচারী’!

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি বেতন তালিকায় ২৪ হাজার কর্মচারীর নাম রয়েছে, বাস্তবে এসব কর্মচারির কোনো অস্তিত্ব নেই। এদের পেছনে প্রতিমাসে সাড়ে ১১ মিলিয়ন ডলার ব্যয় হত। তাদের নাম ব্যবহার করে অন্য কেউ সে বেতন নিয়ে যাচ্ছে।

এমন ঘটনা ঘটেছে নাইজেরিয়ায়। এই অভিযোগের পরে দেশটির অর্থ মন্ত্রণালয় এটি নিরীক্ষা চালায়।
পরে এসব কর্মচাররির নাম বাদ দিয়েছে। ফলে বিপুল অংকের অর্থ সাশ্রয় হবে।

গত বছর নাইজেরিয়ায় নতুন প্রেসিডেন্ট হিসেবে মুহাম্মাদু বুহারি ক্ষমতাসীন হবার পরে দুর্নীতি বিরোধী প্রচারণা শুরু করেন। তার অংশ হিসেবে সরকারী চাকুরিতে এই নিরীক্ষা চালানো হয়।

নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ এবং আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় জ্বালানি তেল উৎপাদনকারী। দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে নাইজেরিয়ার অর্থনীতি থমকে গেছে।

সরকারী চাকরিতে নিরীক্ষার বিষয়টি শুরু হয় গত ডিসেম্বরে। যেসব ব্যাংক হিসেবে সরকারি বেতন পরিশোধ করা হতো সেসব হিসেবের সাথে কর্মকর্তা-কর্মচারীদের আঙুলের ছাপ মিলিয়ে পরীক্ষা করা হয়।

নাইজেরিয়ার অর্থ মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এখন থেকে নিয়মিত বিরতিতে এই নিরীক্ষা অব্যাহত থাকবে।
২৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে