সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:১২:০১

ইসরাইলি হামলায় ১৮৬ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি হামলায় ১৮৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : গত পাঁচ মাসে ১৮৬ জন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এছাড়াও ইসরাইলি বাহিনীর হামলায় আরো ১৫,৬৪৫ জন আহত হয়েছে বলে একটি প্রতিবেদন থেকে জানা গেছে।

গত বছরের ১ অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গাজা ভূখণ্ড, অধিকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলি বাহিনী এ হামলা চালিয়েছে। তবে ফিলিস্তিনিদের প্রতিরোধে ৩৩ ইসরাইলি নিহত হয়েছে বলে জানা গেছে।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, নিহত ১৮৬ জনের মধ্যে এবছরের শুরুতেই ৪১ জনকে হত্যা করে ইসরাইলি দখলদার বাহিনী। এছাড়া গেল পাঁচ বছরে নিহতদের মধ্যে পূর্ব জেরুজালেমের ৪১ জন, হেবরন ও রামাল্লার ৭৩ জন, জেনিনের ১৯ জন, বেথেলহেমের ১০ জন, নাবলুসের ১০ এবং ৫ জন করে তুকার্ম ও সালফিতের বাসিন্দা ছিলেন।

বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলি গুলিতে ১,১৫,৬৪৫ জন ফিলিস্তিনি আহত হয় যাদের মধ্যে ১,৪১৮ জন মারাত্মকভাবে আহত হয় এবং আরো ৩,১৫৩ জন রাবার বুলেটেবিদ্ধ হয়েছে।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে