সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪৪:২২

পাকিস্তান-আমেরিকার আলোচনায় আজ কি সিদ্ধান্ত?

পাকিস্তান-আমেরিকার আলোচনায় আজ কি সিদ্ধান্ত?

আন্তর্জাতিক ডেস্ক : এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি নিয়ে বিতর্কের মধ্যেই আমেরিকা ও পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসতে চলেছে৷ সোমবার ওয়াশিংটনে ষষ্ঠ দ্বিপাক্ষিক বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন নওয়াজ শরিফের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ৷ আর আমেরিকার পক্ষে থাকছেন বিদেশ সচিব জন কেরি৷

দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি, শক্তি, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, আইন প্রয়োগ, সন্ত্রাসদমন কর্মসূচি, নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ে দু'দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হবে৷ গত অক্টোবরে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমেরিকা সফরের সময়েই দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্র প্রস্তুত হয়েছিল৷ ২০১০ সালে এই দ্বিপাক্ষিক আলোচনার সূত্রপাত৷

কিন্তু ২০১১ সালে মার্কিন সেনাবাহিনীর হাতে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের হত্যার পর আলোচনা বন্ধ হয়ে যায়৷ তিন বছর পর ওয়াশিংটনে আজিজ ও কেরির সাক্ষাতে আলোচনা ফের শুরু হয়৷ পাকিস্তানের সন্ত্রাসদমন কর্মসূচিতে সাহায্যের জন্য তাদের কাছে ৮টি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা৷

কিন্তু পাকিস্তান সেটা ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে এমন কথা বলে আমেরিকাকে এই বিমান বন্ধের অনুরোধ জানায়। এই বিরোধের মুখেও জন কেরি বরাবরই যুদ্ধবিমান বিক্রির পক্ষে কথা বলে গিয়েছেন৷ পিটিআইইরানের ফল তেহরান : ইরানের পার্লামেন্ট নির্বাচনে সংস্কারপন্থী প্রেসিডেন্ট হাসান রৌহানির জোট 'লিস্ট অফ হোপ'-এর জয় প্রায় নিশ্চিত৷

বেশ পিছিয়ে ধর্মীয় রক্ষণশীলরা৷ রাজধানী তেহরানের ৩০টি আসনেই জিতেছে 'হোপ'৷ বাকি ২৬০টি আসনের ১৩৫টির মধ্যে ৩৮টিতে জয় পেয়েছে তারা৷ ১৩টিতে জেতা 'নিরপেক্ষ'রা রৌহানির দিকেই ঝুঁকে৷ ৫৪ জন জেতা প্রার্থী রক্ষণশীলদের সমর্থক৷ বাকি ৩১ আসনে নিশ্চিত জয় কেউই পায়নি৷ সেগুলিতে পুননির্বাচন হতে পারে৷
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে