সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০১:২৭

লাদেনের টাকায় নওয়াজ শরিফের নির্বাচন!

 লাদেনের টাকায় নওয়াজ শরিফের নির্বাচন!

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেয়েছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ! এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে পাকিস্তানের একটি বইয়ে।  

বইটিতে বলা হয়েছে, ১৯৯০-এ বেনজির ভুট্টোকে হারাতে জোর প্রচারের জন্য লাদেনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েছিলেন শরিফ।  'খালিদ খ্বজা : শহিদ-ই-আমেন' নামে বইটি বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে।

পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সাবেক আধিকারিক খালিদ খ্বজার স্ত্রী শামামা খালিদের লেখা ওই বিতর্কিত বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে।  বইটিতে শামামা একটি জায়গায় লিখেছেন, ভোট প্রচারের সময় শরিফ দাবি করেছিলেন, তিনি ইসলামিক সিস্টেম কায়েম করবেন গোটা পাকিস্তানে। শরিফের সেই প্রতিশ্রুতি ভালো লেগেছিল ওসামা বিন লাদেনের।  লাদেন তাই মোটা অর্থ শরিফকে দিয়েছিলেন প্রচারের জন্য।

বইতে লেখা হয়েছে, বেনজির ভুট্টোকে ভোটে হারাতে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের থেকে বড় অঙ্কের আর্থিক সাহায্য পেয়েছিলেন পাকিস্তান মুসলিম লিগের নেতা মিঁঞা মহম্মদ নওয়াজ শরিফ।

পাক সংবাদপত্র 'ডন'-এর রিপোর্টের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওসামা শরিফকে প্রচুর অর্থ দিলেও ক্ষমতায় আসার পর শরিফ কোনো প্রতিশ্রুতিই রাখেননি।
২৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে