সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৫:০৮

গভর্নরকে হত্যায় অভিযুক্ত দেহরক্ষীর ফাঁসি

গভর্নরকে হত্যায় অভিযুক্ত দেহরক্ষীর ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পঞ্জাবের সাবেক গভর্নর সালমান তাসিরকে হত্যার দায়ে অভিযুক্তকে ফাঁসি দিল পাকিস্তান সরকার। সোমবার ভোরে ওই দেশের রাজধানী ইসলামাবাদের কাছে আদিয়ালা কারাগারে সালমান তাসিরের দেহরক্ষী মালিক মমতাজ হোসেন কাদরিকে ফাঁসিতে ঝোলানো হয়। এদিন ভোর সাড়ে চারটার দিকে তার প্রাণদণ্ড কার্যকর করা হয়।

২০১১ সালের ৪ জানুয়ারি ইসলামাবাদের একটি রেস্তোরাঁর বাইরে গভর্নর তাসিরকে হত্যা করে মমতাজ কাদরি। গ্রেফতারের পর নিজের দোষ শিকার করেনিয়েছেন মমতাজ। ওই বছরেরই ১ অক্টোবর তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল রাওয়ালপিন্ডি আদালত। কাদরি রায় পুনর্বিবেচনার আবেদন জানালেও তা খারিজ করে দেয় আদালত।

কাদরির মৃত্যুদণ্ডের প্রতিবাদে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বেশ কিছু মানুষ। রবিবার থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছিল ইসলামাবাদের আদিয়ালা কারাগার।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে