বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ০৮:২৩:০৪

ফের স্টুডেন্ট ভিসা কার্যক্রম চালু করল যুক্তরাষ্ট্র, যোগ করা হয়েছে নতুন শর্ত

ফের স্টুডেন্ট ভিসা কার্যক্রম চালু করল যুক্তরাষ্ট্র, যোগ করা হয়েছে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য ফের চালু হয়েছে স্টুডেন্ট ভিসা কার্যক্রম। তবে এবার ভিসার আবেদন প্রক্রিয়ায় যোগ করা হয়েছে নতুন ও কড়াকড়ি কিছু শর্ত।

এ নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র মিগনন হিউস্টন এক কঠোর বার্তায় বলেছেন, ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করা একান্ত প্রয়োজন। খবর এনডিটিভির।

মিগনন হিউস্টন বলেন, আমরা আমাদের ভিসানীতিতে জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেই। কোনো শিক্ষার্থী যদি ভিসার অপব্যবহার করে, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা পড়াশোনার নামে ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে আসে, তাহলে তা আমরা বরদাশত করব না।

হিউস্টন মনে করিয়ে দেন, ভিসা শুধু যুক্তরাষ্ট্রে প্রবেশের টিকিট নয়, বরং এটি আচরণ, উদ্দেশ্য ও সৎ প্রয়াসেরও প্রতীক। 

তিনি বলেন, আমরা চাই শিক্ষার্থীরা যেন পড়াশোনা করতে আসে, শিখে ফিরে যায়, কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার অংশ না হয়। আমরা অন্য শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একটি গঠনমূলক শিক্ষার পরিবেশ বজায় রাখতে চাই।

২০২৪ সালের মে মাসের শেষদিকে ট্রাম্প প্রশাসনের নির্দেশে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা কার্যক্রম। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, দেশবিরোধী মনোভাবসম্পন্ন শিক্ষার্থীদের ঠেকানো ও নিরাপত্তা ঝুঁকি হ্রাসই ছিল এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ‘ওপেন ডোর্স’-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বের ২১০টির বেশি দেশ থেকে ১১ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে