আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশন আগুনে পুড়িয়ে দিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হাজার হাজার মানুষ পুলিশের হেফাজতে মারা যাওয়া এক শিক্ষকের কফিন নিয়ে মিছিল করার পর এ হামলা হয়।
৩১ বছর বয়সী শিক্ষক আলবার্ট ওজোয়াংকে গত মাসে রাজধানী নাইরোবির এক পুলিশ সেলে মৃত অবস্থায় পাওয়া যায়। তাকে হোমা বে কাউন্টি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মৃত্যুর পর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।
অনলাইনে ছড়িয়ে পড়া কিছু অযাচাইকৃত ভিডিওতে দেখা যায়, জনগণের বিশাল এক দল আলবার্টের কফিন বহন করে নিয়ে যাচ্ছে। হোমা বেতে শুক্রবার তার শেষকৃত্য হওয়ার কথা ছিল।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, এই শোক মিছিলের সময় বিক্ষোভকারীরা মাওয়েগো থানায় হানা দেয় এবং সেটিতে আগুন ধরিয়ে দেয়।
আলবার্টকে প্রথমে এই থানায় আটকে রাখা হয়েছিল, পরে সেখান থেকে নাইরোবিতে স্থানান্তর করা হয়।
প্রথমে পুলিশ দাবি করেছিল, আলবার্ট আত্মহত্যা করেছেন। কিন্তু সরকারি ফরেনসিক বিশেষজ্ঞরা পরে জানান, তাকে হত্যা করা হয়েছে।
উপ-পুলিশপ্রধান এলিউড লাগাতকে অনলাইনে সমালোচনা করায় আলবার্টকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা গেছে।
তার মৃত্যুর তদন্ত চলাকালে লাগাত ‘পদ থেকে সরে দাঁড়ান’। তবে বিক্ষোভকারীরা তার পূর্ণ পদত্যাগ ও তার বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিন পুলিশ সদস্যসহ মোট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
এর আগে চলতি মাসেই স্বাধীন পুলিশ তদারকি কর্তৃপক্ষ গত চার মাসে পুলিশ হেফাজতে ১৮ জনের মৃত্যুর কথা জানায়।