আন্তর্জাতিক ডেস্ক : নাথিং অবশেষে ভারতে তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone 3 লঞ্চ করেছে। লঞ্চের সাথে নতুন নাথিং ফোন ৩ তে একাদিক বড় আপগ্রেড নিয়ে আসা হয়েছে। ডিজাইনে বড় পরিবর্তনের পাশাপাশি সবচেয়ে পুরনো Glyph Interface কে সরিয়ে নতুন Glyph Matrix নিয়ে এসেছে কোম্পানি।
এছাড়া নাথিং ফোন ৩ তে Snapdragon 8S Gen 4 প্রসেসর, 16GB RAM সহ 50 মেগাপিক্সেল Periscope ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক নাথিং ফোন ৩ এর দাম এবং বাকি স্পেসিফিকেশন কী রয়েছে।
ভারতে Nothing Phone 3 এর দাম কত এবং বিক্রি কবে
দামের কথা বললে, নাথিং ফোন ৩ দুটি ভ্যারিয়্যান্ট লঞ্চ করা হয়েছে। নাথিং ফোন ৩ এর বেস মডেল 12GB+256GB স্টোরেজ মডেলের দাম ভারতে 79,999 টাকা রাখা হয়েছে। তবে টপ মডেলটি 16GB + 512GB মডেলের দাম 89,999 টাকা রাখা হয়েছে। ফোনটি সাদা এবং কালো রঙের বিকল্পে কেনা যাবে।
কোম্পানির অনুযায়ী, নতুন নাথিং ফোন ৩ এর বিক্রি 15 জুলাই থেকে Flipkart, বিজয় সেল্স, ক্রোমা এবং বাকি রিটেল স্টোর থেকে শুরু হবে। প্রি-বুকিং শুরু করে দিয়েছে এবং যেই গ্রাহকরা প্রিবুক করবেন তারা Nothing Ear TWS ইয়ারফোন ফ্রি পাবেন।
নাথিং ফোন ৩ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিচারের কথা বললে, নাথিং ফোন ৩ ডিভাইসে 6.67-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম Snapdragon 8s Gen 4 চিপসেটে কাজ করে, যা 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে নাথিং ফোন ৩ এর রিয়ারে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ সিস্টাম রয়েছে যা OIS সাপোর্ট করে। এটি 3x অপটিকাল জুম সহ পেরিস্কোপ টেলিফটো এবং একটি আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। ফ্রন্টে 50 মেগাপিক্সেল হাই-রেজ সেলফি ক্যামেরা দেওয়া।
পাওয়ার দিতে নাথিং ফোন ৩ তে থাকছে 5500mAh ব্যাটারি যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির অনুযায়ী, এটি মাত্র 54 মিনিটে O থেকে 100 শতাংশ চার্জ করতে পারে। এছাড়া 15W ওয়্যারলেস চার্জিং, 7.5W রির্ভাস ওয়্যারড এবং 5W রির্ভাস ওয়্যারলেস চার্জিংও রয়েছে।