শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ০৭:০১:০৫

পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বললেন, ‘আমি হতাশ’

পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বললেন, ‘আমি হতাশ’

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্প্রতি টেলিফোনযোগে আলাপ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ আলাপে ইউক্রেনযুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি, এতে হতাশ হয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই।

বৃহস্পতিবার (৩ জুলাই) পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টার ফোনালাপ হয় ডোনাল্ড ট্রাম্পের।

ফোনে কথা বলা শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথোপকথনে আমি অত্যন্ত হতাশ হয়েছি, কারণ আমি মনে করি না তিনি যুদ্ধ থামাতে চাইছেন। এটা খুবই দুঃখজনক।

পুতিন ইউক্রেনযুদ্ধ বন্ধে মোটেই আন্তরিক নন বলেও মন্তব্য করেন ট্রাম্প। বলেন, ‘পুতিনের সঙ্গে ইরানসহ বিভিন্ন ইস্যুতে দীর্ঘসময় ধরে আমরা ফোনে কথা বলেছি। আপনারা বুঝতেই পারছেন, আমাদের আলোচনার বিষয়গুলোর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ইস্যুটিও ছিল। কিন্তু আমি কোনো অগ্রগতি করতে পারিনি।’

এরপর ট্রাম্প জানান, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপ করব।

ট্রাম্পের সঙ্গে ফোনালাপ নিয়ে বা তার বক্তব্যকে ঘিরে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি পুতিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে