শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ০৭:৫১:৩০

পেট্রল পাম্পকর্মীকে ১ থাপ্পড় মেরে ৭ থাপ্পড় খেলেন পুলিশ কর্মকর্তা

পেট্রল পাম্পকর্মীকে ১ থাপ্পড় মেরে ৭ থাপ্পড় খেলেন পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহার রাজ্যে পেট্রল পাম্পের এক কর্মীকে থাপ্পড় মেরে বিপাকে পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। পাল্টা প্রতিক্রিয়ায় ওই কর্মকর্তাকেই একের পর এক সাতটি থাপ্পড় মেরেছেন পাম্পের কর্মীরা।

শনিবার (৫ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পেট্রল পাম্পে গিয়ে ১২০ রুপির পেট্রল নিতে বলেন ওই পুলিশ কর্মকর্তা। কিন্তু ভুলবশত কর্মী তাকে ৭২০ রুপির পেট্রল দিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ কর্মকর্তা ওই কর্মীকে চড় মারেন।

তবে ঘটনাটি ভালোভাবে নেননি পাম্পের ম্যানেজার ও অন্য কর্মীরা। একপর্যায়ে তারা পুলিশ কর্মকর্তাকে ধরে রেখে পাল্টা সাতটি থাপ্পড় মারেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে