শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ১১:১৮:৪১

এখনও ২০ মেয়ে শিক্ষার্থী নিখোঁজ, শুরু হয়েছে জোরদার অভিযান

এখনও ২০ মেয়ে শিক্ষার্থী নিখোঁজ, শুরু হয়েছে জোরদার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক : টেক্সাসের কের কাউন্টিতে আকস্মিক বন্যায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে, বন্যায় সামার ক্যাম্পে থাকা ২০ মেয়ে শিক্ষার্থীর এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের সন্ধানে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ।

শনিবার (৫ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়, গুয়াদালুপ নদীর তীরে স্থাপন করা মেয়েদের গ্রীষ্মকালীন ক্যাম্পটি বন্যার কবলে পড়ে এবং প্রায় ২০ জন মেয়ে এখনও নিখোঁজ রয়েছেন।

 সিএনএনের প্রতিবেদনে বলা হয়, কের কাউন্টির ক্যাম্প মিস্টিকে ২০ জনেরও বেশি মেয়ের খোঁজ পাওয়া যায়নি। একটি নদীর তীরে ক্যাম্পটি বসানো হয় এবং দুই ঘন্টারও কম সময়ের মধ্যে ২০ ফুটেরও বেশি উচ্চতায় পানি উঠে আসে।
 
গভর্নর গ্রেগ অ্যাবট জানান, ‘নিখোঁজদের সন্ধানে রাতেও অভিযান অব্যাহত থাকবে।’ কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য টেক্সাসে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে হেলিকপ্টার, ড্রোন, নৌকা এবং ২০০ জনেরও বেশি কর্মী অংশ নিয়েছেন।
 
এখন পর্যন্ত প্রায় ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং হেলিকপ্টারে করে অনেককে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানানো হয়। 

এদিকে, কেরভিল শহরের পুলিশ বিভাগ জানায়, তাদের দলগুলো রাতভর কাজ করেছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে, সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত তারা কাজ চালিয়ে যাবে।
ফেসবুকে পোস্ট করা এক আপডেটে পুলিশ বিভাগ বলেছে: আমাদের সাহায্য করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ উপস্থিত হয়েছেন।
 
শুক্রবার ভোরে মধ্য টেক্সাসের কিছু অংশে মুষলধারে বৃষ্টিপাতের ফলে এই  আকস্মিক বন্যার সৃষ্টি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্যোগকে ভয়াবহ বলে অভিহিত করেছেন।
 
অন্যদিকে, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বন্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে