বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ১১:২৩:১৭

যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের জন্য বড় সুখবর

যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের জন্য বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য ও ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের জন্য দেশে টাকা পাঠানোর প্রক্রিয়াকে আরও করতে এসেছে ফিনটেক প্রতিষ্ঠান ‘প্রফি’ (Profee)। প্রতিযোগিতামূলক বিনিময় হার, প্রথম লেনদেনে কোনো ফি না থাকা এবং কয়েক মিনিটের মধ্যে টাকা পৌঁছে দেওয়ার সুবিধার কারণে এটি প্রবাসীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সবসময়ই একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসেই প্রবাসীরা দেশে রেকর্ড ২ হাজার ৯৫০ কোটি ডলার পাঠিয়েছেন। এর মধ্যে শুধু মার্চ মাসেই এসেছে ৩২৯ কোটি ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।

সরকারের দেওয়া প্রণোদনা, অবৈধ চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মোবাইল ব্যাংকিংয়ের ব্যাপক প্রসারের ফলে অর্থ প্রেরণ এখন আগের চেয়ে অনেক বেশি দ্রুত ও নিরাপদ হয়েছে। এই অর্থ দেশের লাখো পরিবারের শিক্ষা, স্বাস্থ্য ও দৈনন্দিন চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় রিজার্ভকেও শক্তিশালী করছে।

এই প্রেক্ষাপটে প্রফি বিশেষভাবে বাংলাদেশি প্রবাসীদের চাহিদা মাথায় রেখে তাদের সেবা সাজিয়েছে। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে:

সাশ্রয়ী সেবা: প্রথমবার টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ বা কমিশন রাখা হয় না। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি বাজারের অন্যতম সেরা বিনিময় হার প্রদান করে, ফলে প্রেরিত প্রতিটি ইউরো বা পাউন্ডের বিপরীতে বেশি টাকা পাওয়া যায়।

দ্রুত ডেলিভারি: যেখানে প্রচলিত ব্যাংক ওয়্যার ট্রান্সফারে ১ থেকে ৩ দিন সময় লাগে, সেখানে প্রফির ৯০ শতাংশের বেশি লেনদেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে