আন্তর্জাতিক ডেস্ক : বিটকয়েনের দাম আবারও নতুন রেকর্ড ছুঁয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সিটির দাম বেড়ে দাঁড়ায় প্রায় ১ লাখ ১২ হাজার ডলারে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিটকয়েনের সর্বোচ্চ দর ওঠে ১ লাখ ১১ হাজার ৯৮৮.৯০ ডলারে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। শেষ পর্যন্ত লেনদেন হয় ১ লাখ ১১ হাজার ২৫৯ ডলারে, যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিটকয়েনের দাম বেড়েছে ১৮ শতাংশের বেশি।
বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের ঝুঁকি নেয়ার প্রবণতা এবং বড় বড় প্রতিষ্ঠানের চাহিদা বেড়ে যাওয়ায় বিটকয়েনের দাম এমন ঊর্ধ্বমুখী হয়েছে। প্রফেশনাল ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান অ্যান্থনি পম্পলিয়ানো এক চিঠিতে বিনিয়োগকারীদের জানিয়েছেন, ‘বিটকয়েনই একমাত্র সম্পদ, যার বাজারমূল্য যত বাড়ছে, ঝুঁকি তত কমছে। আগে ১০০-২০০ বিলিয়ন ডলারের বাজারমূল্যে কিছু নির্দিষ্ট বিনিয়োগকারীই বিনিয়োগ করতেন। এখন এটি ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, ফলে প্রায় সব বড় বিনিয়োগকারী বিটকয়েন কিনতে পারছেন।’
ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টো-সমর্থনমূলক নীতিও বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। ট্রাম্প পরিবারের প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ যুক্তরাষ্ট্রের বাজার নিয়ন্ত্রকের কাছে ফাইলিং জমা দিয়েছে। প্রতিষ্ঠানটি বিটকয়েন, ইথার, সোলানা ও রিপলসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের জন্য একটি এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড চালু করতে চায়।
বিটকয়েনের এই উত্থান অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতেও ছড়িয়ে পড়েছে। এক পর্যায়ে ইথার এক মাসের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৭৯৪.৯৫ ডলারে পৌঁছায়। শেষ লেনদেনে ইথারের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৭৪০.৯৯ ডলারে।
অন্যান্য ক্রিপ্টো-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দামেও উল্লম্ফন দেখা গেছে। মাইকেল সাইলরের সহ-প্রতিষ্ঠিত মাইক্রোস্ট্র্যাটেজির শেয়ার ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৪১৫ ডলার ৪১ সেন্ট। আর কয়েনবেস গ্লোবালের শেয়ার ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭৩.৮৫ ডলারে।