বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১০:৪৬:১৮

এবার ভিসা নীতি শিথিল করল যে দেশ

এবার ভিসা নীতি শিথিল করল যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক : একটা সময় চীন অনেকটা রক্ষণাত্মক বৈদেশিক নীতি ধরে রাখলেও এখন অনেকটাই উদারতার দিকে ঝুকছে পূর্ব এশিয়ার এই দেশটি। ব্যবসা বাণিজ্যসহ ভ্রমণের জন্য বিশ্বের অন্যতম গন্তব্য দেশে পরিণত হয়েছে চীন। আর সেটি ধরে রাখতে ভিসা নীতিতে পরিবর্তন অব্যাহত রেখেছে বেইজিং।

চীনের জাতীয় অভিবাসন প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ২ কোটির বেশি বিদেশি পর্যটক ভিসা ছাড়াই চীনে প্রবেশ করেছেন, যা মোট বিদেশি পর্যটকের প্রায় এক-তৃতীয়াংশ এবং আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি।

জানা গেছে, পর্যটক টানতে ভিসা নীতি শিথিল করেছে চীন। ৭৪টি দেশের নাগরিকদের বিনা ভিসায় ভ্রমণের সুযোগ দিয়েছে দেশটি। এর ফলে দিনদিনই বিদেশি পর্যটকদের আনাগোনা বাড়ছে চীনে।

নতুন নীতি অনুযায়ী, ৭৪টি দেশের নাগরিকরা চীনে প্রবেশের পর টানা ৩০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই অবস্থান করতে পারছেন যা আগের নিয়মের তুলনায় অনেক বড় পরিবর্তন।

ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের মোট ৭৪টি দেশকে এ পর্যন্ত ৩০ দিনের ভিসা ছাড় দিয়েছে চীন। চলতি মাসের ১৬ জুলাই এই তালিকায় আজারবাইজান যুক্ত হলে মোট দেশের সংখ্যা দাঁড়াবে ৭৫টিতে।

মূলত পর্যটন, অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি বা ‘সফট পাওয়ার’ বাড়াতে ধারাবাহিকভাবে ভিসা-মুক্ত প্রবেশাধিকার বাড়াচ্ছে চীন। চীনের সঙ্গে তুলনামূলক ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও আফ্রিকার কোনো বড় দেশ এখনো এই সুবিধার আওতায় আসেনি। তেমনি এ তালিকায় নেই বাংলাদেশের নামও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে