আন্তর্জাতিক ডেস্ক : বাইক কেনার ক্ষেত্রে গ্রাহকদের একটি বড় অংশ এখনো মাইলেজের ওপর বাড়তি গুরুত্ব দেন। দৈনন্দিন যাতায়াতের জন্য বাইক ব্যবহারকারীদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার।
বাইক ব্যবহারের খরচ অনেকাংশেই মাইলেজের ওপর নির্ভর করে। আপনিও যদি উচ্চ মাইলেজের বাইক কেনার কথা ভাবছেন, তাহলে দেখে নিন বাজারে থাকা সেরা পাঁচটি মোটরসাইকেলের তালিকা, যেগুলোতে ৬০ কিলোমিটারেরও বেশি মাইলেজ পাওয়া যাচ্ছে।
সেরা মাইলেজের ৫টি বাইক
১. হিরো স্প্লেন্ডর প্লাস এক্সটেক (Hero Splendor Plus XTEC)
এই বাইকটি কমিউটার মোটরসাইকেল হিসেবে পরিচিত। এতে রয়েছে ৯৭.২ সিসির এয়ার-কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ৭.৯ বিএইচপি শক্তি এবং ৮.০৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই বাইকে ৭১.৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যায়।
২. হোন্ডা শাইন ১০০ (Honda Shine 100)
হোন্ডার এই বাইকটিও আকর্ষণীয় মাইলেজের সুবিধা দেয়। এতে আছে ৯৮.৯৮ সিসির ৪-স্ট্রোক ইঞ্জিন, যা ৭.২৮ বিএইচপি শক্তি এবং ৮.০৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। বাইকটিতে ৭০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যাচ্ছে।
৩. টিভিএস স্পোর্ট (TVS Sport)
টিভিএসের এই বাইকটি আকর্ষণীয় মাইলেজের পাশাপাশি দারুণ লুকসও দেয়। এতে রয়েছে ১০৯.৭ সিসির ইঞ্জিন। স্থানীয় যাতায়াতের জন্য বাইকটি চমৎকার একটি বিকল্প।
৪. হিরো গ্ল্যামার (Hero Glamour)
হিরোর এই বাইকে আছে ১২৪.৭ সিসির এয়ার-কুলড, ৪-স্ট্রোক ইঞ্জিন, যা ১০.৩৯ বিএইচপি শক্তি এবং ১০.৪ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই বাইকে ৬৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যায়।
৫. হিরো এইচএফ ডিলাক্স (Hero HF Deluxe)
এই বাইকটিও কমিউটার সেগমেন্টের সেরা মোটরসাইকেলগুলোর মধ্যে অন্যতম। এতে রয়েছে ৯৭.২ সিসির এয়ার-কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ৭.৯১ বিএইচপি শক্তি এবং ৮.০৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। এই বাইকেও ৬৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাওয়া যায়।